মহানগর ডেস্ক: চমক যেন শেষ হয় না। ফিল্মকেও হার মানাবে কাঞ্চন শ্রীময়ীর লাভ স্টোরি। ৬ মার্চ তাঁদের বিয়ের কথা ঘোষনা হলেও। একদম চমকে দিলেন। সমাপ্ত করলেন জল্পনা চর্চার। ২ মার্চ করলেন সোশ্যাল ম্যারেজ। ছক ভাঙলেন। অসমবয়সী প্রেমকে ভুল প্রমাণ করে এদিন তাঁরা নতুন করে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলেন। ছাদনা তলায় হল চার হাত এক। শ্রীময়ী তাঁর কাছে পরশপাথর জানিয়েছেন কাঞ্চন মল্লিক।
নিজের ডিজাইন করা লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আকন্দ ফুলের মালায় দেখা যায় অভিনেত্রীকে। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পঞ্জাবি এবং ধুতি, তাতে ছিল লাল পাড়ের কাজ। কেবল নিয়ম আচার বা পোশাকে নয়। তাঁদের বিয়ের মেনুতেও এদিন আছে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া। পোলাও, মাটন, মিষ্টি সহযোগে এক রাশ আইটেম। প্রকাশ্যে এল বিয়ের ছবি। দেখুন।
গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপর আর দেরি করেননি। বরং ভালোবাসার দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে নেন শ্রীময়ীর সঙ্গে।এদিন খুব ভোরে উঠে দধিমঙ্গল ও নান্দীমুখ পর্ব, সবই সেরেছেন কাঞ্চন-শ্রীময়ী। সকালের সেই অনুষ্ঠানের জন্য লালপাড় সাদা স্ট্রাইপ শাড়ি সঙ্গে ভারি সোনার গয়না ও টোপর মাথায় সেজেছিলেন শ্রীময়ী চট্টরাজ। আর কাঞ্চন মল্লিক সেজেছিলেন হলুদ পাঞ্জাবি আর সাদা চোস্তা পাজামায়। দুজনের একসাথেই হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। একদম সবটা সাজানো গোছানো। যেমনটা অভিনেত্রীর ইচ্ছা ছিল। আজ সকাল সাকাল জানা যায় আজই বিয়ে করবেন তারা। শত্তুরের মুখে ছাই দিয়ে অবশেষে হয়ে গেল বিয়েটা। সুখি দাম্পত্যের পথে তারকা জুটি।