বিক্রম ব্যানার্জী: মঙ্গলবার চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমে অধিনায়ক এইডেন মার্করামকে 33 রানে ফিরতি পথ করেছিলেন তাইজুল ইসলাম। তবে অধিনায়কের চলে যাওয়া যেন প্রোটিয়াদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলত, দ্বিতীয় সেশানে কব্জির জোর দেখাতে পারেনি বাংলাদেশের বোলাররা। সেই সাথে ঝোড়ো ব্যাটিং করে শতরানের গণ্ডি পার করেছে ডি জর্জি। পদ্মা পাড়ের দলকে বড় রানের লক্ষ্যে বাঁধতে তাকে সঙ্গ দিচ্ছেন সতীর্থ স্টাবসও।
দ্বিতীয় সেশানে দক্ষিণ আফ্রিকার সামনে গলদঘর্ম অবস্থা বাংলাদেশের
প্রথমদিকে সাফল্য পেলেও বিরতির পর দ্বিতীয় সেশানে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে যেন হাঁপিয়ে উঠছে বাংলাদেশের বোলাররা। অপরদিকে তাইজুলদের একের পর এক বলে রান সুনিশ্চিত করে চলেছে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান। মার্করাম মাঠ ছাড়ার পর জর্জি ও স্টাবসের কাঁধে চেপে এগিয়ে চলছে দক্ষিণ আফ্রিকার রানের তরী। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়ে প্রতিপক্ষকে নিজের অবস্থান জানান দিয়েছেন জর্জি। সেই সাথে, টি স্টাবসও দ্রুত এগিয়ে চলেছেন শতরানের লক্ষ্যে।
প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত মাত্র 1 উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 61 ওভার শেষে 221 রান। অন্যদিকে বল হাতে উইকেট ভাঙ্গার লক্ষ্যে অনড় বাংলাদেশি বোলাররা প্রতি মুহূর্তে চমক দেখাতে ব্যর্থ হয়ে পড়ছেন। শান্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত 164 টি বল খেলে 8টি চার এবং 2টি ছয় সহযোগে 103 রান করেছেন ডি জর্জি। অন্যদিকে 151 বলে 82 রান হাঁকিয়েছেন স্টাবস। দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটারেরই লক্ষ্য মাঠে টিকে থেকে বড় রানের লক্ষ্য স্থির করা। যদিও সেই পথে কাঁটা ছড়ানোর চেষ্টায় রয়েছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে পাল্লা ভারী হয় কোন দলের এখন সেটাই দেখার।
আরও পড়ুন: মঙ্গলের মাটিতে পাওয়া গেল অদ্ভুত সবুজ দাগ, চিন্তায় নাসার বিজ্ঞানীরা!