মহানগর ডেস্ক : রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন বিবেক সহায়। জাতীয় নির্বাচন কমিশন বিবেক সহায়-এর নাম মঞ্জুর করেছ।
সোমবার, লোকসভা নির্বাচনের মুখেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিকল্প তিনটি নাম চেয়েছিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৫টার মধ্যে সেই প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছিল কমিশনের তরফে। সেই সময়সীমা মেনেই রাজীব পরবর্তী ডিজিপি পদে তিনটি নাম জমা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তাঁদেরই এক জন বিবেক সহায়কে রাজ্যের পরবর্তী ডিজির দায়িত্ব দিল কমিশন। বিবেক সহায়ের নেতৃত্বেই বাংলায় লোকসভা নির্বাচনে পুলিশ কাজ করবে।
সবার মনে থাকবে, গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে যখন আহত হয়েছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই আইপিএস অফিসার বিবেক সহায়। গত নভেম্বরে তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়ে করা হয়েছিল।
প্রসঙ্গত, শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি দেশ জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি করার কথাও জানিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার, আইএএস আধিকারিক রাজীব কুমার। তার ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের ডিজি আইপিএস আধিকারিক রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন। পাশাপাশি, নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত, যোগীর রাজ্য উত্তরপ্রদেশ সহ বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সরানো হয়েছে মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও।
এদিকে পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে সেই পদে কমিশন বাংলার নতুন ডিজির দায়িত্ব দিলেন বিবেক সহায়কে।