Home Featured Auto Driver Dragged A College Girl: কলেজছাত্রীকে হেনস্থার পর হাত ধরে পাঁচশো মিটার টেনে নিয়ে গেল অটোচালক, বেপাত্তা অভিযুক্ত

Auto Driver Dragged A College Girl: কলেজছাত্রীকে হেনস্থার পর হাত ধরে পাঁচশো মিটার টেনে নিয়ে গেল অটোচালক, বেপাত্তা অভিযুক্ত

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বর্বরতার চূড়ান্ত নিদর্শন! এক কলেজছাত্রীকে নিগ্রহের পর তার হাত ধরে পাঁচশো মিটার টেনে হেঁচড়ে নিয়ে গেল (Auto Driver Dragged A College Girl) এক অটোচালক। নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে (Thane)। শুক্রবার পোনে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। নিগ্রহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে নিগৃহীতা স্থানীয় একটি কলেজে পড়ে। সকাল বেলায় কলেজ যাওয়ার সময় ওই অটোচালক তাকে নিগ্রহ করে। অটো চালক তাকে কিছু আপত্তিকর মন্তব্য( Objectionable Comments) করার পর পর ছাত্রীটি তাকে পাল্টা প্রশ্ন করে।

এরপরই অভিযুক্তের হাত টেনে ধরে ওই কলেজছাত্রী। নিজের হাত ছাড়াতে অটো চালিয়ে তাকে পাঁচশো মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় অটোচালক। এরপর তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অটোচালক। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চুয়ান্ন ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অটোচালক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় একনাথ শিন্ডের শাসনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও বেশ কিছু ঘটনায় নিগ্রহের শিকার হন মহিলারা। মহারাষ্ট্রে শিন্ডের আগে উদ্ধব সরকারের আমলে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ঠাকরের আমলে সাকিনাকা ধর্ষণ মামলায় প্রশ্নের মুখে পড়ে সে রাজ্যের নারী নিরাপত্তা। তারপর অমরাবতীতে নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের পর নাবালিকা আত্মহত্যা করে। পুণের ফুটপাথ থেকে এক ছ বছরের শিশুকন্যাকে অপহরণ করে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। বাসিতে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় দেখা দেয়। পুণেতে চোদ্দ বছরের এক কিশোরীকে পুণে রেলস্টেশন থেকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে। পালঘরে নাবালিকা অনাথ কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। পুণেতেই এক মহিলা গণধর্ষণের শিকার হন। নাগপুরে এক কিশোরীকে ছ জন মিলে নির্মমভাবে ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়া এক মহিলা শিক্ষিকাকে অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার পরিচয় দিয়ে ধর্ষণ করা হয়।
.

You may also like