Home National AYUSHMAN BHARAT YOJONA: দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রের নয়া প্রকল্প আয়ুষ্মান ভারত

AYUSHMAN BHARAT YOJONA: দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রের নয়া প্রকল্প আয়ুষ্মান ভারত

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ মানুষের সুস্থ ভাবে বেঁচেবর্তে থাকার প্রাথমিক শর্ত হল স্বাস্থ্য ঠিক রাখা। তবে শরীর থাকলেই রোগভোগে আক্রান্ত হওয়াও থাকবে। তার জন্য দরকার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা। দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রের নয়া প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প। মূলত ২০১১ সালের আর্থ-সামাজিক জনগণনার ভিত্তিতে এই স্বাস্থ্য বিমা।

কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য বিমা প্রকল্প অনুযায়ী গ্রামাঞ্চলের ৮.৩ কোটি এবং শহরে এলাকার ২.৩৩ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের এই প্রকল্প অনুযায়ী প্রায় ৫০ কোটি মানুষকে এই পরিকল্পনার আওতায় নিয়ে আসা হয়েছে। ভারতে যে রোগগুলির প্রকোপ সবচেয়ে বেশি, তার একটা তালিকা তৈরি করা হয়েছিল ২০১৭ সালে। সেখানে দেখা যায় প্রায় ৬ কোটিরও বেশি মানুষ চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হন। এই পরিপ্রেক্ষিতেই ২০১৮ সালের কেন্দ্রীয় বাজেটে আয়ুষ্মান ভারতের প্রকল্পটির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প অনুযায়ী, প্রকল্পের আওতায় থাকা যে কোনও সরকারি বা তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এই প্রকল্পের মারফত কেবলমাত্র আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরাই সুবিধা পাবেন।

তবে আয়ুষ্মান প্রকল্পের জন্য আবেদন করতে হলে বেশ কয়েকটি বিষয় আবেদনকারীর মাথায় রাখা প্রয়োজন। আয়ুষ্মান কার্ড তৈরি করতে হলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত হতে হবে। তবেই আবেদন করা যাবে। আবেদনকারী ওয়েবসাইটে প্রথমে ndhm.gov.in এ গিয়ে এই কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। এখানে ক্লিক করলেই HEALTH ID লেখা জায়গায় ক্লিক করলে যে দুটি অপশন পাওয়া যাবে সেগুলি হল learn more, এবং create health card। সেখানেই নিজের প্রয়োজনীয় নথি দিয়ে নাম নথিভুক্ত করলে ১৪ সংখ্যার একটি নম্বর দেওয়া হবে। সেটাই আবেদনকারীর হেলথ আই ডি নম্বর। learn more অপশনে ক্লিক করলে এই কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে সেই বিষয়টি জানা যাবে। আয়ুষ্মান কার্ড তৈরির সময় আধার কার্ড, রেশন কার্ড, বাড়ির ঠিকানার প্রমাণপত্র এবং মোবাইল নম্বর ইত্যাদির নথি দেওয়া প্রয়োজন। এগুলি না দিলে বা ভুল দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।

You may also like