Home Entertainment Ayushman Khurana : শাহরুখকে ভ্যাঙালেন আয়ুষ্মান খুরানা! কিন্তু কেন?

Ayushman Khurana : শাহরুখকে ভ্যাঙালেন আয়ুষ্মান খুরানা! কিন্তু কেন?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা শাহরুখ কাজল অভিনীত রোমান্টিক ড্রামা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ২৭ বছর পূর্তি উৎসবে মেতে উঠলেন। তবে বছর উদযাপন করলেন কিছুটা অন্যরকম ভাবে। সোশ্যাল মাধ্যমে শাহরুখকে ভ্যাঙালেন তিনি।

আসলে টুইটারে আয়ুষ্মান একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ইলেকট্রিক রেকেট বা মশা মারার ব্যাট হাতে দাঁড়িয়ে ম্যান্ডোলিন বাজাচ্ছেন তিনি। সেইসঙ্গে গাইছেন ‘তুঝে দেখা তো এ জানা সানাম’ গানটি। ভিডিও পুরো ঘটনাটাই মজার ছলে ঘটিয়েছেন তিনি। আর এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই একেবারে হৈ হৈ পড়ে গিয়েছে। নেটিজেনরা বেশ মজা পেয়েছেন আয়ুষ্মানের এই ভিডিও দেখে।

প্রসঙ্গত আদিত্য চোপড়ার অন্যতম হিট ছবি দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে এখনো বহু তরুন-তরুনীর প্রথম পছন্দ। অনেকে সিনেমা দেখতেই হয়তো শুরু করেছে এই ছবিটি দিয়ে। এখনো মাঝে মাঝে মুম্বাইয়ের মারাঠা মন্দির এই ছবি দেখানো হয়। এবং যা দেখতে ভিড় জমান এখনো অসংখ্য অনুরাগী।

তবে ভিডিও শেয়ার করা ছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান এর নতুন ছবির ডক্টর জি। প্রথমদিকে ছবি তেমন লাভের মুখ না দেখলেও ধীরে ধীরে এই ছবির লক্ষ্মী লাভ ভালোই হয়েছে। এখনো পর্যন্ত এই ছবি ব্যবসা করেছে সাত কোটির বেশি।

You may also like