মহানগর ডেস্ক : শাহরুখ খান… এমন এক তারকা যাকে দেখে হাজার হাজার ছেলে প্রত্যেকদিন মুম্বাই আসে তারকা হতে। তিনি তো শিখিয়েছেন কী ভাবে গলি থেকে রাজপথে যাওয়া যায়। যদি নিজের ইচ্ছে এবং পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগানো যায়। তবে কেবলমাত্র সাধারণ মানুষ নন। বহু তারকার ‘ইনস্পিরেশন’ কিং খান। ঠিক তেমনই নিজের ভালোবাসার কথা জাহির করতে আয়ুষ্মান খুরানা হাজির হলেন মন্নতের সামনে। শাহরুখের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবিও তুললেন এই বলিউড অভিনেতা।
যে বাড়ির বারান্দার সামনে দাঁড়িয়ে নিজের ভক্তদের উদ্দেশ্যে হাত নারেন শাহরুখ। ঠিক সেখানেই অপেক্ষা করলেন কিং খানের জন্য। যদিও অন্যান্য ভক্তদের ভিড় লেগেছিল সেখানে। তাদের মাঝেই সবাইকে লুকিয়ে মন্নতের সামনে হাজির হলেন আয়ুষ্মান। আর সেই মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে শেয়ার করলেন ইনস্টাগ্রামে। লিখলেন,’ মন্নতের সামনে দিয়ে যাচ্ছিলাম। তাই একটা মন্নত চেয়ে নিলাম’।
তবে এই ছবি শেয়ার হতেই শাহরুখের বিভিন্ন ফ্যান পেজ থেকে একের পর এক মন্তব্য উড়ে এসেছে তার ওয়ালে। কেউ লিখেছেন,’ দারুন আপনিও শাহরুখ ভক্ত?’ অপর একজন লিখেছেন,’ একবার শাহরুখের ভক্ত হয় সে সারা জীবন শাহরুখের ভক্ত থাকে’। উল্লেখ্য, নিজের পরবর্তী ছবি অ্যান অ্যাকশন হিরো ছবির প্রচারে জোর কদমে কোমর বেঁধেছেন আয়ুষ্মান। ডিসেম্বরের ২ তারিখ মুক্তি পাবে সেই ছবি। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে এক অন্য ভূমিকায় দেখা যাবে মালাইকা অরোরাকে।