মহানগর ডেস্ক: আদালতে বড় জয় বিজেপির। বাবরি ধ্বংসের (Babri Demolition Case) মামলায় দলের প্রবীণ নেতা এলকে আদবানি,মুরলিমনোহর জোশি.উমা ভারতী-সহ সহ বত্রিশ জনের জামিন খারিজের আবেদন বাতিল করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। তাঁদের মধ্যে রয়েছেন রামমন্দির ট্রাস্টের বর্তমান সভাপতি নৃত্যগোপাল দাস-সহ আরও অনেকের। এদিন তাঁদের জামিন মকুব করার নির্দেশ খারিজ আর্জি তে না করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালতে বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি সরোজযাদবকে নিয়ে গড়া বেঞ্চ মুসলিমদের আর্জি খারিজ করে দেয়। মোট বত্রিশজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল আদালতে।
অযোধ্যার মুসলিম বাসিন্দারা আদালতে সিবিআইয়ের বিশেষ আদালতের অভিযুক্তদের খালাস দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ আদালতে আবেদন করে। প্রসঙ্গত,২০২০ সালে সিবিআই আদালত জানায় বাবরি মসজিদ ধ্বংস করার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না। অভিযুক্ত বিজেপি ও ভিএইচপি নেতাদের দেওয়া যুক্তির সঙ্গে সাযুজ্য রেখে ঘটনাটি ঘটনাটা ঘটানো হয়েছিল। সিবিআই আদালতের মতে সেটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের তরফে স্বতঃস্ফূর্ত কাজ, যা তারা নিজেরাই করেছিল। ২০১৯ সালে অযোধ্যা মন্দির-মসজিদ বিতর্ক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রেক্ষিতে নিষ্পত্তি হয়। শীর্ষ আদালত হিন্দুদের পক্ষে রায় দেয় এবং বিতর্কিত এলাকার. রামন্দির নির্মাণের পথ পরিষ্ক্রা করে দেয়। একইসঙ্গে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার জন্য।
•