মহানগর ডেস্ক: ১৯/২০ শতকে পুজো মানেই ছিল শিল্পীদের নতুন নতুন গান প্রকাশ। দর্শক রীতিমতো মুখিয়ে থাকত নতুন গানের সিডি কেনার জন্য। সেগুলোই বছর বছর বেজে উঠতে শোনা যায় পুজো (durga puja) মণ্ডপে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজকাল সেই অ্যালবাম প্রকাশের হেরিকে ভাটা পড়েছে। সাবেকি একচালার পুজোর জায়গা দখল করছে থিম পূজা। কিন্তু যতই আধুনিকতার ছোঁয়ার রমরমা বাড়ুক। তবুও কোথাও কোথাও বেঁচে আছে বাঙালীর পুরনো আবেগ। তাই অনেক শিল্পী রয়েছেন যারা নিজের খরচ দিয়ে হলেও বাঁচিয়ে রেখেছে সেই অ্যালবাম প্রকাশের রীতি। এবার বাঙালির সেই নস্টালজিয়াকে ফিরিয়ে দিতে পুজোয় আশা অডিও (Asha Audio) পুজোর গানের (albums) একগুচ্ছ নতুন অ্যালবাম নিয়ে এসেছে । তার মধ্যেই রয়েছে মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সিঙ্গল অ্যালবাম।
পুজোর সূচনাতেই প্রেসক্লাবে গীতিকার শ্যামল সেনগুপ্ত এবং সুরকার সোমেন কুটটির হাত ধরে মুক্তি পেল বাবুল সুপ্রিয়র সিঙ্গল অ্যালবাম ‘জয় মা দুর্গা।’ এমনকি এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন বাবুলের ছোট মেয়ে নয়নাও। বাবার সঙ্গে তাকেও অ্যালবাম প্রকাশের ছবিতে দেখা গেছে।
এদিনের এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ‘বহু বছর পর পুজোতে নিজের গান মুক্তি পেয়েছে। পুজোর প্যান্ডেলে নিজের গান বাজবে, এটা ভেবেই তিনি আবেগাপ্লুত। তিনি বিশ্বাস করেন, এই গান শ্রোতারা উপভোগ করবেন।’
অন্যদিকে আশা অডিও থেকে এই বছর শুধু বাবুল সুপ্রিয় নয়, মুক্তি পেয়েছে পূজো নিয়ে সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, অদিতি মুন্সি, প্রমুখ গুণীজনের গান। সব মিলিয়ে পুজোতে বাঙালীর নস্টালজিয়া ফিরিয়ে দিয়ে শারদোৎসদের স্বাদে মুখরোচক মশলা যোগ করতে চলেছে অ্যালবাম গুলি বলেই মনে করছে মিউজিক কোম্পানি থেকে শিল্পীরা।