Home Featured Ban Of Liquor : মদের ব্যবসা বন্ধ করলেই নগদ এক লাখ টাকা পুরস্কার, ঘোষণা নীতীশকুমারের

Ban Of Liquor : মদের ব্যবসা বন্ধ করলেই নগদ এক লাখ টাকা পুরস্কার, ঘোষণা নীতীশকুমারের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: মদের ব্যবসা (Ban Of Liquor) বন্ধ করলে নগদ এক লক্ষ টাকা পুরস্কার (One Lakh Prize)! এমনই চমকে যাওয়া ঘোষণা শোনা গেল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমারের মুখে (Bihar Chief Minister)। সেইসঙ্গে জানিয়েছেন মদের ব্যবসা বন্ধ করে তাঁরা যেন রোজগারের অন্যপথ বেছে নেন। এর আগে বিহারে বেআইনি মদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওই রাজ্যে ভেজাল ও বিষাক্ত মদে মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় নীতীশকুমার সরকার মদের ব্যবসা বন্ধ করে দেয়। যদিও চোরাগোপ্তাভাবে বেআইনি মদ বিক্রি হয়ে চলেছে রাজ্যে। যার জেরে এমন সিদ্ধান্ত নিল সরকার বলে মনে করা হচ্ছে। সরকার জানিয়েছে যাঁরা মদের ব্যবসা বন্ধ করবেন, তাঁদের অন্য জীবিকার ব্যাপারে সরকার সাহায্য করবে।

মদের ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। মাদক বিরোধী দিবসে একটি অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের রাজ্যে মদ বিক্রি, মদের ব্যবসা কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ী জীবিকা প্রকল্পের অধীনে যাঁরা মদের ব্যবসা বন্ধ করে অন্য কোনও জীবিকা গ্রহণ করতে চান,তাঁদের সরকার সাহায্য করবে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষ এই সুবিধে নিয়েছেন। তিনি জানান যদি প্রয়োজন হয়,তাহলে সামাজিক সংস্কার নিয়ে সচেতনতা প্রচার ক্রমাগত চালানো হবে। তাতে বিহার এগিয়ে যাবে। দেশও এগিয়ে চলবে। ২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ করা হয়। যারা এই আইন ভাঙবেন,তাদের দশ বছরের জেল-সহ কঠোর শাস্তির নিদান দেওয়া হয়। এ বছরের মার্চ মাস থেকে মদ সংশোধনী বিল পাস করে বিহার সরকার। তবে রাজ্যে মদ নিষিদ্ধ করা নিয়ে নীতীশকুমার তাঁদের সাধ্যমতো চেষ্টা করলেও জেডইউয়ের শীর্ষকর্তা সম্প্রতি স্বীকার করেন মদ নিষিদ্ধ করা নিয়ে সরকারের উদ্যোগ সফল হয়নি।

You may also like