Home Bengal ছাত্র যুব উৎসবে পদক তালিকায় শীর্ষ স্থানে মালদহ

ছাত্র যুব উৎসবে পদক তালিকায় শীর্ষ স্থানে মালদহ

by Mahanagar Desk
98 views

মহানগর ডেস্ক:  ছাত্র যুব উৎসব ২০২৪ অনুষ্ঠিত হলো কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো প্রত্যেকটি জেলার প্রতিযোগীরা। উদ্বোধন করেন যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ক্রিকেটার মনোজ তিওয়ারি। শুরুতেই রাজ্য সঙ্গীত দিয়ে আয়োজনের সূচনা হয়। শেষ হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। অরূপ বিশ্বাস বলেন ইমন চক্রবর্তী রূপঙ্কর প্রত্যেকেই এই উৎসব থেকে উঠে এসেছেন। আগামীদিনে এই মঞ্চ থেকে আরো প্রতিভা উঠে আসবে। ইন্দ্রনীল সেন বলেন যারা এই উৎসব থেকে উঠে আসবে তাদের নামের তালিকা দফতর পেলে সারা বছর রাজ্যের বিভিন্ন আয়োজনে সুযোগ দেবার চেষ্টা করবেন।

মনোজ তিওয়ারি বলেন পরিশ্রম করলে সাফল্য আসবেই। বিভিন্ন বিভাগে তাক লাগিয়ে প্রশংসিত হলো মালদা জেলার সাফল্য। সর্বোচ্চ সাতটি পুরষ্কার ছিনিয়ে নিলো তারা। উল্লেখ্য চাঁচল মালদা জেলার সঙ্গীত নৃত্য কলা কেন্দ্র রাজ্য ছাত্র যুব উৎসবের সঙ্গীতের নৃত্যায়ন বিভাগে পরপর তিনবার সিলভার পদক লাভ করেছে। নৃত্য প্রশিক্ষক রম্যা রায় চৌধুরী এই সাফল্য তার ফেসবুক পোস্ট থেকে রাজ্যবাসীর সমস্ত নৃত্য শিল্পী এবং শিক্ষা গুরুদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সংস্থার আরেক প্রশিক্ষক চন্দনা রায় চৌধুরী জানান তারা ক্ষুদে শিক্ষার্থীদের মান বজায় রাখতে তালিমকে সর্বাধিক গুরুত্ব দেন। রম্যা বলেন নাচের প্রতি ভয় ভীতি কাটিয়ে নতুন প্রজন্মকে আরো প্রশিক্ষণ নিতে হবে। তিনি বলেন ছাত্র যুব উৎসবের মঞ্চ খুব কঠিন। বিভিন্ন জেলার প্রতিযোগীদের সাথে লড়তে হয়, নিঃসন্দেহে পরপর তিনবার পুরস্কার আনন্দ দিচ্ছে।

অন্য দিকে এবছর সঙ্গীত বিভাগে সমবেত লোকসংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে রুদ্রবীণা ইন্ডিয়া। এই প্রতিযোগিতায় তাদের এটি ষষ্ঠ সাফল্য বলে দলের সংগীত পরিচালক মনীষা ঘোষ জানান। একক লোকসংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইংলিশবাজার ব্লকের অনুশ্রী মণ্ডল। এর আগেও তিনি লোকসংগীতে রাজ্যে দু-বার পুরস্কৃত হয়েছেন। নজরুলগীতি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন রুদ্রবীণা ইন্ডিয়ার সংগীত বিভাগের অজিত সরকার। তিনি আধুনিক বাংলা গানেও তৃতীয় হয়েছেন। একক কীর্তন প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেলেন রুদ্রবীণা ইন্ডিয়ার নবনীতা পাল। তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান বাচিক বিভাগের সাইনি রায় চৌধুরীর। মালদা জেলা কলকাতা সহ সারা রাজ্য তালিকায় সর্বোচ্চ সাতটি পদক জিতে শীর্ষ স্থান দখলে আনলো। জেলার মানুষ এই খবরে উচ্ছসিত। তাদের পদক তালিকায় তিনটি স্বর্ণ একটি রৌপ্য, তিনটি ব্রোঞ্জ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved