মহানগর ডেস্ক: উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে মাল বাজারে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর বেশ কিছু প্রশাসনিক কাজে অংশগ্রহণের পর আজ বুধবার তিনি শিলিগুড়ির বিজয়া সম্মেলনীতে যোগদান করেন। সেখান থেকে ফিরে উত্তরবঙ্গবাসীদের স্পষ্ট জানিয়ে দেন, কোন বাংলা ভাগ হচ্ছে না। বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ।
এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়, ‘আমি উত্তরবঙ্গকে ভালবাসি। আপনারা জানেন দু’মাস অন্তর আমি উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়েই তো আমাদের বাংলা। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট রাজ্য সরকার। এখানে কলেজ, হাসপাতাল হয়েছে। বিশেষ করে পাহাড়ের পর্যটনের উপর জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে আরও স্বনির্ভর করে তুলতে চাইছি।’
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমরা সবাইকে নিয়ে কাজ করি। আমরা সবাই এক আছি বলেই, আজ বাংলায় শান্তি বজায় রয়েছে। আপনাদের বলে রাখি, কোনও প্ররোচনা, ভাগাভাগিতে কান দেবেন না। কোনও ভাগাভাগি নয়। বঙ্গভঙ্গ না। বঙ্গ চায় সঙ্গ।’
এছাড়াও এদিনের জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে শিল্প নিয়ে নানা কথা বলতে শোনা যায়। সেখানে তিনি স্পষ্ট দাবি করেন, ‘রাজ্য থেকে তিনি টাটাকে তারাননি, বাংলা থেকে বিতাড়িত করেছিল বামফ্রন্ট সরকার। বর্তমানে টাটা যদি বাংলায় আসতে চায়, তার জন্য সব সময় খোলা রয়েছে দরজা।’