Home International BANGLADESH: বিয়ের দশ বছর পার করে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন

BANGLADESH: বিয়ের দশ বছর পার করে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন

by Arpita Sardar
bangladesh, woman gave birth four baby, after 10 years of marriage

মহানগর ডেস্কঃ বিয়ের পরে কেটে গেছে দশ দশটা বছর। সন্তানের মুখ দেখেননি দম্পতি। একটু হলেও হতাশা গ্রাস করেছিল দুজনকেই। অবশেষে উপরওয়ালা যেন মুখ তুলে চাইলেন। একটা বা দুটো নয়, একসঙ্গে চার চারটি সন্তানের জন্ম দিলেন তাঁরা। সোমবার রাতে বাংলাদেশের একটি হাসপাতালে ঘটল এমনই কাণ্ড।

এর আগে একসঙ্গে তিন তিনটে সন্তান প্রসবের ঘটনা শোনা গিয়েছে। একসঙ্গে চার চারটে সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। হাসপাতালের চিকিৎসকেরাও এমন ঘটনাকে বিরল বলেই অভিহিত করেছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে নবজাতকদের মধ্যে ১টি ছেলে, বাকি ৩ জন মেয়ে। জন্মের পরেই মা ও চার সন্তান সকলেই সুস্থ আছে বলে জানান চিকিৎসকেরা।

চিকিৎসক শারমিন সুলতানা জানান, ওই মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় করোনা পজিটিভে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করাও হয়েছিল তাঁকে। সেই সময়ে মহিলা এবং তাঁর গর্ভের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন চিকিৎসকেরা। তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। চিকিৎসক জানিয়েছেন, আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে দেখা গিয়েছিল তাঁর গর্ভে ৩টি শিশু আছে। তবে চিকিৎসকের ধারণা ছিল গর্ভে চারটি সন্তান আছে। আর তা প্রমাণ হতে খুশি চিকিৎসক।

সোমবার বিকেলের দিকে প্রসব যন্ত্রণা উঠতেই ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। প্রথমে স্বাভাবিকভাবে প্রসব করানোর চেষ্টা করা হয়। একটি শিশু প্রসব করার পরে তাঁর আর প্রসব যন্ত্রণা বাড়েনি। পরে অপারেশন করে আরও তিন জনকে বের করে আনা হয়।

ওই মহিলার স্বামী বাংলাদেশের একটি গ্রামের কৃষক। তিনি জানিয়েছেন, ২ বছর আগে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হন, তবে প্রসবকালে সে শিশু পৃথিবীর আলো দেখতে পায়না। এখন একসঙ্গে চার চারটি সন্তান পেয়ে হৃদয় জুড়িয়েছে তাঁর।

You may also like