তার হদিশ পাওয়া যায়নি। পলাতক সেই গাড়ির চালকও। মহানগর ডেস্কঃ চলতি সপ্তাহের শুক্রবার বিয়ে। তার জন্যই পাত্রপাত্রী উভয় পক্ষের প্রস্তুতিই তুঙ্গে। হাতে মাত্র কয়েকটা দিন। তাই চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশ কিছু আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানানো বাকি থাকাতে হবু বর সেই আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। আমন্ত্রণ জানিয়ে বাড়িতে ফেরার সময় বাইক দুর্ঘটনায় প্রাণ হারান পাত্র বছর ২৮ এর বিজয় ধর। মৃত বিজয় ধর পেশায় সোনা ব্যবসায়ী। শোকে কাতর গোটা পরিবার।
রবিবার বিকেল পাঁচটা নাগাদ বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার উপর দিয়ে বাইক চালিয়ে ফিরছিলেন বিজয় ধর। তাঁর সঙ্গে ওই বাইকে ছিলেন তাঁর বন্ধু রাজেশ ধর। উল্টোদিক থেকে একটা গাড়ি এসে তাঁদের বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয়ের। গুরুতর আহত হন তাঁর বন্ধু রাজেশ ধর। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তিনি বর্তমান চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
জানা যাচ্ছে, কলেজে পড়তে গিয়ে হবু স্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল বিজয়ের। এরপরে প্রেমের সূচনা। পরিবারের তরফেও তাঁদের সম্পর্ক মেনে নেওয়া হয়। তোড়জোড় শুরু হয় বিয়ের। আগামী শুক্রবার এই বিয়ের কথা ছিল। সেই জন্যই দুই তরফে চলেছে প্রস্তুতিও। আর তারই মাঝে এই মর্মান্তিক দুর্ঘটনা।
ধর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের জন্য কেনা হয়েছিল পোশাক। বিদায়ের সময় বিজয়ের গায়ে দেওয়া হয় ওই পোশাক। বিয়েবাড়ির আনন্দের মাঝেই বুক ফাটা হাহাকার। ভেঙে পড়েছেন বিজয়ের পরিবারের তরফে।
থানার সূত্রে জানা গেছে, ঘটনার খবর পাওয়ার পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। বিকেলে পরিবারের হাতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। যে গাড়ির সঙ্গে বিজয়ের বাইকের ধাক্কা লেগেছিল তার হদিশ পাওয়া যায়নি।