নিউজ ডেস্ক: প্রতিমাসে দুটি শনিবার বন্ধ থাকে ব্যাংক (Bank)। তাছাড়া তো রবিবার করে বন্ধ থাকেই। তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে এমনি ব্যাংক অনির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকছে, এবং অর্ধেক কর্মী নিয়ে কাজ হচ্ছে। তার জন্য অনেকেই ব্যাংকে না গিয়ে বাড়ি বসেই অনলাইনের মাধ্যমে ব্যাংকের কাজ সম্পন্ন করে ফেলছেন। তবে, এমন কিছু কাজ আছে যেগুলো ব্যাংকে না গেলে হয় না। তাই আসুন দেখে নেওয়া যাক এই মাসে কতগুলি ব্যাংক হলিডে রয়েছে।
রিজার্ভ ব্যাংকের (Reserve Bank Of India) হলি ডে ক্যালেন্ডার অনুযায়ী, সেপ্টেম্বর মাসে (Month of September) ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। আসুন দেখে নেওয়া যাক, সেই দিন গুলি কি কি-
- ৫ সেপ্টেম্বর রবিবার।
- ৮ সেপ্টেম্বর শ্রীমন্ত শংকরদেব তিথি। তার জেরে গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাংক।
- ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর এবং পানাজির ব্যাংক কর্মীদের ছুটি থাকছে।
- ১১ সেপ্টেম্বর শনিবার।
- ১৭ সেপ্টেম্বর রাঁচিতে কর্মা পুজো।
- ১৯ সেপ্টেম্বর রবিবার।
- ২০ সেপ্টেম্বর গ্যাংটকে ইন্দ্রযাত্রা।
- ২১ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধি উপলক্ষে কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে।
- ২৫ সেপ্টেম্বর শনিবার।
- ২৬ সেপ্টেম্বর রবিবার।
তবে, এই ছুটির তালিকাটি রাজ্য ভিত্তিক। রাজ্যের ভিন্নতায় ব্যাংকগুলি খোলা থাকবে।
প্রসঙ্গত, আগস্ট মাসে গোটা ভারতবর্ষ মিলিয়ে রিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ী, মোট ১৫ দিন ব্যাংক হলি ডে ছিল।