Home Entertainment BCCI Announcement : পারিশ্রমিক নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তে খুশি বলি তারকারা

BCCI Announcement : পারিশ্রমিক নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তে খুশি বলি তারকারা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডের সঙ্গে ক্রিকেট দুনিয়ার বরাবর একটা ভালো সম্পর্ক রয়েছে। কোন কোন ক্ষেত্রে সেই সম্পর্ক আবার অন্য সম্পর্কে পরিণতি পেয়েছে। তবে গতকাল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া জানিয়েছিলেন এবার থেকে পারিশ্রমিক নিয়ে মেয়েদের মধ্যে যে বৈষম্য ছিল তা উঠে যাবে। সবাই সবার র‍্যাঙ্ক অনুযায়ী সমান পারিশ্রমিক পাবে। স্বাভাবিকভাবেই বোর্ডের যুগান্তকারী এই সিদ্ধান্তে খুশি প্রত্যেকে। খুশি বলিউড তারকা শাহরুখ খান থেকে শুরু করে অনুষ্কা শর্মা।

বোর্ডের এই সিদ্ধান্তে তাড়াতাড়ি জয় শাহকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। টুইটারে লিখেছেন,’ ভীষণ ভালো একটি সিদ্ধান্ত। যেকোনো ধরনের খেলা সব সময় সমান গ্রহণযোগ্যতা পাওয়া উচিত সেটা ছেলে হোক কিংবা মেয়ে। আশা করি এটা ভবিষ্যতে একটা ভালো পথ দেখাবে অন্যদের’। একইভাবে প্রিয়াঙ্কা চোপড়া খেলোয়াড় দীপ্তি শর্মার একটি ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করে বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন,’ বিসিসিআই তুমি একবারে ঠিক জায়গায় উইকেট মেরেছ। একটা যুগান্তকারী সিদ্ধান্ত যা সমান অধিকারের। আমি আশা করব এটা অনেকের কাছেই প্রথম’।

একইভাবে অনুষ্কা শর্মা বিসিসিআইকে লিখেছেন,’ খুশি হয়ে গেল পড়ে। আপনি তো ছড়িয়ে গেলেন। সত্যিই একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমাদের মেয়েদের খেলার ইচ্ছা আরো বাড়বে’।

বিশ্বের ইতিহাসেও নজির গড়েছে বিসিসিআই। একমাত্র ভারতীয় ক্রিকেট এই সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে ছেলেদের সমান পারিশ্রমিক পাবে মহিলা ক্রিকেটাররাও। ছেলে-মেয়ে উভয় ক্রিকেটার টেস্ট ম্যাচ বাবদ প্রত্যেকে পাবেন ১৫ লক্ষ টাকা এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ বাবদ প্রত্যেকে পাবেন ৬ লক্ষ এবং ৩ লক্ষ টাকা।

You may also like