মহানগর ডেস্কঃ নতুন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি গঠন করল বিসিসিআই। বৃহস্পতিবার বোর্ডের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে, এবং সুলক্ষ্মণা নায়েক। এই উপদেষ্টা কমিটি জাতীয় নির্বাচকদেরও বাছাই করবে। অশোক মালহোত্রা ভারতের হয়ে ৭টি টেস্ট এবং ২০ টি একদিনের আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি ভারতীয় ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পরাঞ্জপে ভারতের হয়ে ৪টি ওডিআই খেলেছেন এবং তিনি সিনিয়র দলের নির্বাচক কমিটির অংশ ছিলেন। অন্যদিকে সুলক্ষ্মণা নায়েক তাঁর ১১ বছরের কেরিয়ারে ভারতের হয়ে ২টি টেস্ট, ৪৬টি ওয়ান ডে, এবং ৩১ টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি এখনও তিন সদস্যের সিএসি-র অংশ হিসেবে রয়েছেন।
টি- টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ফিরতে হয়েছে রোহিত শর্মাদের। তারপরেই একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্রথমেই বরখাস্ত করা হয় চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে। নতুন নির্বাচক কমিটি গঠনের জন্য আবেদনপত্র চায় বোর্ড। সূত্রের খবর, বোর্ডের সেই আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। বোর্ডের নতুন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি জাতীয় সিনিয়র নির্বাচক হতে আগ্রহী প্রাক্তন ক্রিকেটারদের ইন্টারভিউ নেবেন।