
মহানগর ডেস্ক: ৩০ নভেম্বর তিনদিনের মুম্বাই সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরের প্রথম দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র তথা রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে এবং শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক করেন তিনি। আর বুধবার অর্থাৎ মুম্বাই সফরের দ্বিতীয় দিন এনসিপি শরদ পাওয়ারের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ন্যাশনাল কংগ্রেস পার্টি সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরপর শরদ পাওয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিজেপি বিরোধী জোটে কংগ্রেস অংশগ্রহণের বিষয়ে। এর উত্তরে তিনি বলেন,’ কংগ্রেস হোক বা অন্য কোনও দল হোক। বিষয়টা হল তারা যদি বিজেপির বিরুদ্ধে হয়, আর তারা যদি একত্রিত হতে ইচ্ছুক হয়, তাহলে সকলকেই স্বাগত জানাচ্ছি।’ এরপর তিনি আরও জানান,’আমাদের একটি শক্তিশালী নেতৃত্বের কথা ভাবতে হবে। আমাদের চিন্তা আজকের জন্য নয়,বরং আসন্ন লোকসভা নির্বাচনের জন্য। আমাদের এটিকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই অভিপ্রায়ে,মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা হয়েছে আমাদের।’
Be it Congress or any other party, the thing is that those who are against BJP, if they’ll come together, they’re welcome: NCP Chief Sharad Pawar when asked if Congress will be a part of it, amid talks of a “strong alternative” in his meeting with WB CM-TMC chief Mamata Banerjee pic.twitter.com/LVfAGJ2UEr
— ANI (@ANI) December 1, 2021
প্রসঙ্গত উল্লেখ্য, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’চলমান ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবেই। শরদজি সবচেয়ে সিনিয়র নেতা এবং আমি আমাদের রাজনৈতিক দল নিয়ে আলোচনা করতে এসেছি। শরদজি যা বলেছেন আমিও ওঁর সাথে একমত। আর এখন ইউপিএ বলে কিছুই নেই।’ এরপর কংগ্রেসের কথা জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেন,’ যে যেখানে শক্তিশালী তাকে নিয়েই লড়তে হবে। কেউ লড়তে না চাইলে কী করব? আমাদের লড়াই করতেই হবে।’