মহানগর ডেস্ক : মেকআপ জগতের এক অবিচ্ছেদ্য অঙ্গ প্রাইমার। প্রাইমার না ব্যবহার করলে মেকআপ টাই করা যায় না। কারণ ত্বকে ফাউন্ডেশন লাগানোর সর্বপ্রথম ভাগ হলো প্রাইমার। তবে এর কাজ ভিন্ন ভিন্ন। কোন প্রাইমার রোমকূপ সংকুচিত করে ত্বক মসৃণ করে। আবার কোন প্রাইমার ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। কোন প্রাইমার আবার ত্বকের তৈলাক্ত আবরণ মুছে ফেলে ম্যাট ফিনিশ লুক এনে দেয়। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে প্রাইমার ছাড়া মেকআপ অসম্ভব।
মেকআপ প্রেমীদের কাছে এর কদর আলাদাই। তবে ভালোমতো টাকা খরচ না করলে মনের মত প্রাইমার পাওয়া যায় না। আবার যারা সবেমাত্র মেকআপ দুনিয়াতে পা রেখেছেন তারা বুঝতেই পারেন না কোন মেকআপ কোন ত্বকের জন্য ভালো। তাই চিন্তা না করে একেবারে ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলুন প্রাইমার। যা দিয়ে একটি নয় সমস্ত কাজ সম্ভব।
ঘরোয়া মাত্র তিন উপকরণে তৈরি হবে প্রাইমার। এর জন্য প্রয়োজন এক চামচ কিউলিন ক্লে, এক চামচ এরারুট পাউডার এবং সামান্য কিছু এলোভেরা জেল। এবার পুরো মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে তোর মধ্যে পুরে রেখে দিন। ফ্রিজে রাখলে ভালো না হলে ঠান্ডা জায়গায় রেখে দিন। এরপর মেকআপ করার আগে ফ্রিজ থেকে বের করে মুখে লাগিয়ে নিলেই কাজ হবে।
অনেক ক্ষেত্রে দেখা যায় মেকআপ প্রাইমার ব্যবহার করার ফলে ব্রণ বা ত্বকের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বাড়িতে বানানো প্রাইমারি সামান্য টি ক্রি ইসেনশিয়াল ওয়েল বা লবঙ্গ তেল মিশিয়ে নিতে পারেন। এই অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ফুসকুড়ি ব্রণ কমিয়ে দিতে পারে।