মহানগর ডেস্কঃ আর মাত্র তিনটে দিনের অপেক্ষা। আর তারপরেই কাতারের মাটিতে শুরু হতে চলেছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই ফুটবল প্রেমিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বিশ্বকাপের জন্য। গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা নিজ নিজ পছন্দের দলের সমর্থনের জন্য প্রস্তুত।
ইতিমধ্যেই এই বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ টি দলের প্রত্যেক সদস্য একত্রিত হয়েছেন নিজের প্রস্তুতি শিবিরে। পাশাপাশি উপস্থিত হয়েছেন বেশ কিছু দেশের বিশাল সংখ্যক সমর্থকেরা। ব্রাজিল, স্পেন, ইরানের সমর্থকেরা ইতিমধ্যেই কাতারের মাটিতে পৌঁছেছেন। একিসঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারলেও উপমহাদেশের বেশ কিছু ফুটবলপ্রেমীর কাতারে উপস্থিতিও লক্ষ্য করার মত। এদিকে কাতারে ফুটবলপ্রেমীরা পৌঁছতেই সমর্থকদের চক্ষু চড়ক গাছ।
কাতারে বিশ্বকাপ চলাকালীন এক গ্লাস জল কিনে খেতে হলে খরচ করতে হচ্ছে ১০ কাতারি রিয়েল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২২৩ টাকার কিছু বেশি। এই অভাবনীয় খবর শুনেই চোখ কপালে উঠেছে ফুটবল সমর্থকদের।
বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কাতার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, কাতারের মাটিতে প্রকাশ্যে মদ্যপান একেবারেই নিষিদ্ধ। সেই একই নিয়ম বজায় থাকছে বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতেও। তবে হ্যাঁ, বিয়ার খেতে চাইলে তার জন্য স্টেডিয়ামের কেবিন ভাড়া করতে হবে। খোলা স্টেডিয়ামে মদ্যপান নৈব নৈব চ। তবে সেক্ষেত্রেও নিয়ম প্রযোজ্য। একজন সুরা প্রেমিককে মাত্র চার বোতল সুরা সরবরাহ করা হবে। পাশাপাশি ম্যাচ শুরুর ৪০ মিনিট আগে মদ বিক্রি বন্ধ করে দেওয়া হবে। তবে স্টেডিয়ামে পানীয়র দামও অত্যন্ত চড়া। সাধারণ মানের এক গ্লাস বিয়ার পান করার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় হাজার টাকা খরচ করতে হবে। সব মিলিয়ে কাতারে পৌঁছে ফুটবলপ্রেমীদের মাথায় হাত দেওয়ার দশা।