মহানগর ডেস্ক: ফের আবার বাংলার শাসক দলকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির (BJP) জাতীয় কর্ম সমিতির বৈঠকের দ্বিতীয় দিনে রবিবার তিনি বলেন, “খুব শীঘ্রই বাংলা পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে। ক্ষমতায় আসবে বিজেপি”। তাঁর বক্তৃতায় বারবার উঠে আসে বাংলার প্রসঙ্গ। একইভাবে এদিনও বৈঠকে বাংলার উল্লেখ করেছেন তিনি।
সূত্র অনুযায়ী, জাতীয় কর্ম সমিতির বৈঠকে অমিত শাহ বলেন, ‘খুব শীঘ্রই বাংলা এবং তেলেঙ্গানা পরিবারতন্ত্র থেকে রেহাই পাবে। জয়ী হবে বিজেপি’। ভাষণের শুরুতে গ্রান্ড ওল্ড পার্টিকে নিশানা করেছেন তিনি। তাঁর বক্তব্য, কংগ্রেসের মতো পরিবারতান্ত্রিক দলগুলির সময় শেষ হতে চলেছে। আর এই প্রসঙ্গে সবার আগে নাম উঠে আসে বাংলার শাসক দলের।
আরও পড়ুন : বন্ধের পথে ‘ দুয়ারে রেশন ‘ প্রকল্প,নেপথ্যে কী কারণ
তিনি আরও বলেন যে, কংগ্রেসের মতো পরিবারতান্ত্রিক বিরোধী দলগুলি নীতিহীন, দুর্নীতিগ্রস্ত, সুবিধাবাদী রাজনীতির মাধ্যমে পরিচালিত হয়ে চলেছে। আগে ভোট পরিবারতন্ত্র এবং তুষ্টিকরনের ভিত্তিতে হত। বর্তমানে নির্বাচন হয় পারফরম্যান্স এবং উন্নয়নের উপর ভিত্তি করে। তাঁর দাবি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কেরালা সহ বাংলাতে বিজেপি আসছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলা দখলের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। ২০০-র বেশি আসনে জয়ের প্রতিশ্রুতি নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেকেন্ড ইন-কমান্ড। এমনকি ভোটের আগে বেশ কয়েকজন তৃণমূল নেতাও যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু ভোটের ফলাফল অন্য কথা বলেছে।
বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। যার পর যে সকল তৃণমূল নেতারা দল ছেড়েছিলেন তাদের বেশিরভাগই ফিরেছেন নিজেদের ঘরে। পদে পদে বঙ্গ বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছে। যদিওবা তা মেটানোর বহু চেষ্টা চালিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও জেপি নাড্ডারা। তবে এখনও পুরোপুরি তা মেটেনি। কিন্তু এদিন এইসবের মাঝে তিনি বাংলা থেকে পরিবারতন্ত্র হাটানোর দাবি করেছেন। যদিও বা তাঁর কথাকে গুরুত্ব দেননি কুণাল ঘোষ।