Home Entertainment Bengali Serial : শেষ হচ্ছে জি বাংলার আরও এক ধারাবাহিক, উর্মি-সাত্যকির পথ চলা শেষ

Bengali Serial : শেষ হচ্ছে জি বাংলার আরও এক ধারাবাহিক, উর্মি-সাত্যকির পথ চলা শেষ

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বেশ কিছু ধারাবাহিক বন্ধ হতে দেখা যাচ্ছে। যদিও এর আগে আরো কিছু ধারাবাহিক বন্ধ হয়েছে জি বাংলা এবং স্টার জলসায়। কখনো টিআরপি তালিকা নিম্নমুখী হওয়ার কারণ আবার কখনো দাঁড়াচ্ছে গল্পের গতি ধীর হয়ে যাওয়ার কারণ। সব মিলিয়ে বেশ কিছু ধারাবাহিক বন্ধের মুখে। জানি দর্শকদের মনেও রয়েছে খারাপ লাগা। এবার সেই তালিকাতে নাম লেখালো জি বাংলার আরও এক ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়।

হই হই করে শুরু হয়েছিল জি বাংলা এই ধারাবাহিক। কয়েক দিনের মধ্যেই ধারাবাহিকের মূল চরিত্র উর্মি এবং সাত্যকি মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। তাদের সাধারণ জীবন যাপন, আর্থিক অবস্থার উন্নতির চেষ্টা সব মিলিয়ে কোথাও গিয়ে যেন দর্শক ভীষণভাবে মেলাতে পেরেছিল এই ধারাবাহিকের সঙ্গে নিজেদের। এবার তারাও নিজেদের পথ শেষ করার ঘোষণা করলো। সোমবার অর্থাৎ ৫ ডিসেম্বর ধারাবাহিকের শেষ শুটিং। যদিও সকাল থেকে শুটিং সেটে ব্যস্ততা ছিল তুঙ্গে। পাশাপাশি ছিল মন খারাপ। ধারাবাহিকে প্রত্যেকে যেন একটা পরিবার হয়ে উঠেছিল। ছুটির দিন বাদে দিনের বেশিরভাগ সময়টাই এই রিলের পরিবারের সঙ্গেই সময় কাটাতেন প্রত্যেকে। মেতে উঠতেন যে কোন উৎসব পার্বণে।

এইভাবে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায় কাছের মানুষ হয়েছিলেন প্রত্যেকের। ঋত্বিক মুখোপাধ্যায়ের এটাই প্রথম ধারাবাহিক। তাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবরে একপ্রকার মন খারাপ তারও। এছাড়া মন খারাপ সকলের। তবে প্রত্যেকটা শুরুর একটা শেষ থাকে। প্রত্যেকেই আবার ফিরবেন নতুন কোন ধারাবাহিকে নতুন কোন চরিত্রে। এমনকি কোন কোন জুটি আবার দর্শকদের এতটাই পছন্দ যে তারা অন্য গল্পে একে অপরের সঙ্গে ফিরেছেন অন্য চরিত্রে। দেখা যাক দর্শকদের কথা ভেবে আবার কোন পরিচালক উর্মি-সাত্যকিকে আবার পর্দায় আনতে পারেন কিনা।

You may also like