মহানগর ডেস্ক : খবর যদিও আগেই ছিল ফিরছেন তারা। তবে কোন চ্যানেলে সেই নিয়েছিল জল্পনা। অবশেষে ছোটপর্দার জনপ্রিয় জুটি নীল তিয়াসা ফিরছেন স্টার জলসায়। সামনে এল নতুন ধারাবাহিকের নতুন প্রোমো। স্টার জলসা তরফ থেকে শনিবার সকালেই ঘোষণা করা হয়েছিল এক নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম আসতে চলেছে তাদের চ্যানেলে। তবে দর্শকদের জন্য যে এত বড় উপহার অপেক্ষা করছিল তা ঘোষণা করা হয়নি আগে।
বাংলা মিডিয়ামে তিয়াসা গ্রামের মেয়ে। সেখানে বাচ্চাদের বিজ্ঞান পড়ায় সে। অন্যদিকে ইংরেজি মাধ্যম স্কুলে চাকরি করার অফার আসে তার কাছে। সেই খ্যাতনামা ইংরেজি মাধ্যম স্কুলের কর্মকর্তা নীল। বাংলা আর ইংরেজি মিডিয়াম মুখোমুখি হলে কি হবে সেটাই বলবে এই ধারাবাহিক। এর আগে কৃষ্ণকলি ধারাবাহিক ৩০ সপ্তাহের বেশি বেঙ্গল টপ করেছে। এখন দেখার এই জুটি ফের নিজেদের কামাল দেখাতে পারে কিনা।
তবে জনপ্রিয়তার খাতিরে পুরনো জুটিকে ফিরিয়ে আনা নতুন কোন ঘটনা নয়। এর আগে দেশের মাটির জনপ্রিয় জুটি রাহুল-রুকমাকে নিয়ে শুরু হয়েছে জি বাংলায় লালকুঠি। তবে নতুন চ্যানেলে নিজেদের জাদু দেখাতে অসমর্থ এই জুটি। এখন সেই পথেই হাঁটেন কি নীল- তিয়াসা! নাকি নিজেদের জাদু দেখাতে সক্ষম হন সেটা সময়ের অপেক্ষা।