Home Entertainment Bengali serial : সুস্মিতা-রাজদীপ জুটি আসছে নাগপঞ্চমী নিয়ে

Bengali serial : সুস্মিতা-রাজদীপ জুটি আসছে নাগপঞ্চমী নিয়ে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রাজদীপ গুপ্ত নাকি পুনরায় ফিরতে চলেছেন ছোট পর্দার দুনিয়াতে। টলিপাড়ায় এখন কান পাতলে শোনা যাচ্ছে সেই খবর সত্যি। আর তার সঙ্গে ফিরছেন সুস্মিতা। একেবারে নতুন ধরনের এক প্লট নিয়ে আসছেন তারা। ধারাবাহিকের নাম নাগ পঞ্চমী। হিন্দি ধারাবাহিক নাগিনের জনপ্রিয় তার কথা মাথায় রেখেই নাকি সাজানো হয়েছে গল্পের অংশ।

এমনকি সূত্রের খবর বলছে এই ধরনের ভিএফএক্স নাকি এর আগে দেখেনি টলিউড। কবে হিন্দি ধারাবাহিকে যেমন কেবল রহস্যের জাল বাংলার ক্ষেত্রে তেমনটা নয়। এখানে রহস্যের জালের সঙ্গে থাকবে আধ্যাত্মিকতা। যদিও এর আগে শোনা গিয়েছিল রাজদীপের সঙ্গে নাকি পর্দায় ফিরবেন নবনীতা দাস। কিন্তু কোন কারনে তাকে বাদ দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ‘অপুর’ ওপরেই ভরসা রাখলো। তাই রাতারাতি বদলে ফেললেন নায়িকা। যদিও এ ব্যাপারে কোনরকম মন্তব্য করতে নারাজ নাগপঞ্চমীর নির্মাতারা।

শোনা যাচ্ছে ধারাবাহিকের প্রমো নাকি ইতিমধ্যে স্যুট করা হয়ে গিয়েছে। বাকি ধারাবাহিকের কাজ শুরু হবে খুব দ্রুত। নভেম্বরেই নাকি দর্শকদের সামনে আসবে নাগপঞ্চমীর প্রমো।

You may also like