Home Entertainment Bengali Serial :  চমক আসছে আলতা ফড়িং ধারাবাহিকে, নতুন কী বিপদ আসতে চলেছে ফড়িংয়ের জীবনে

Bengali Serial :  চমক আসছে আলতা ফড়িং ধারাবাহিকে, নতুন কী বিপদ আসতে চলেছে ফড়িংয়ের জীবনে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে চুমকি চৌধুরী আসতে চলেছেন বাংলা ধারাবাহিক আলতা ফড়িংয়ে। একসময় পারিবারিক ছবিতে পরিচিত মুখ চুমকি চৌধুরী। দীর্ঘ বছর রুপোলি পর্দা থেকে বিদায় নিয়েছিলেন তিনি। ফের ফিরে এসেছেন ছোটপর্দার দুনিয়াতে। আলতা ফড়িং ধারাবাহিকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অংশ নিতে চলেছেন তিনি।

ধারাবাহিক অনুযায়ী ফড়িংকে উদ্ধার করে নিজের বাড়িতে এনেছে অভিষেক। পরেরদিন সকালে সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাকে উত্তম-মধ্যম দেবে বলে যখন এগিয়ে এসেছে অভিষেক। তখনই তাকে আটকে ফড়িংকে বাঁচায় চুমকি চৌধুরী। সাদা শাড়ি সামান্য বেশভূষায় দেখা গিয়েছে তাকে। মনে করা হচ্ছে ধারাবাহিকে অভিষেকের মা হিসেবে আসতে চলেছেন তিনি।

একসময় পারিবারিক ছবির যুগে চুমকি চৌধুরী ছবিতেই থাকতেন সেই ছবি হত হাউস ফুল। নিজের বাবা অঞ্জন চৌধুরীর ছবিতে অভিনয় করেই বিখ্যাত হয়েছিলেন তিনি।

You may also like