Home Entertainment Bengali Serial TRP : লড়াই চলছে জগদ্ধাত্রী-গৌরীর মধ্যে, হারিয়ে গেছে খড়ি-মিঠাই

Bengali Serial TRP : লড়াই চলছে জগদ্ধাত্রী-গৌরীর মধ্যে, হারিয়ে গেছে খড়ি-মিঠাই

by Oindrila Chakraborty
Bengali Serial TRP : লড়াই চলছে জগদ্ধাত্রী-গৌরীর মধ্যে, হারিয়ে গেছে খড়ি-মিঠাই

মহানগর ডেস্ক : প্রথমে টাইম স্লট থেকে সরে যাওয়ার যন্ত্রনা। এবার টিআরপি তালিকায় সেরা ৫ থেকে। সব মিলিয়ে মিঠাই ভক্তদের যন্ত্রণার শেষ নেই। সিড মিঠাই জুটি সোজা নেমে এসেছে আট নম্বরে। এমন ভাবে চলতে থাকলে তালিকা থেকেই যে কোনদিন বেরিয়ে যাবে না এমনটা বলা যায় না। ততটা খারাপ না হলেও প্রায় একই গল্প গাঁটছড়া ধারাবাহিকে। নতুন মোড় আনতে না পারলে প্রাইম টাইম হারাতে পারে জলসার এই ধারাবাহিক।

অন্যদিকে টানটান লড়াই চলছে জগধাত্রী এবং গৌরীর মধ্যে। সবাইকে তাক লাগিয়ে এবারেও বেঙ্গল পেপার গৌরী এলো। অন্যদিকে কিছুটা জমে উঠেছে অনুরাগের ছোঁয়া। বাচ্চা কার এই নাটক দর্শকদের বেশ ভালই মনে ধরেছে। সামান্য নম্বর বাড়িয়েছে আলতা ফড়িংও।

দিকে মাসখানেকের মধ্যে শেষ হতে চলেছে পিলু। যার টিআরপি তালিকা ধুঁকছে। একই অবস্থা জলসার অন্য ধারাবাহিক গুড্ডির ক্ষেত্রে। পরকীয়া দেখিও নম্বর তুলতে পারছি না সে।

এক নজরে দেখে নিন কোন ধারাবাহিক কত নম্বরে দাঁড়িয়ে রয়েছে…

প্রথম- গৌরী এলো (৭.৮)

দ্বিতীয়- ধুলোকণা (৭.৬)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.২)

চতুর্থ- গাঁটছড়া (৭.৩)

পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৭.০)

ষষ্ঠ- আলতা ফড়িং (৬.৯)

সপ্তম- মাধবীলতা (৬.৭)

অষ্টম- মিঠাই (৬.৬)

নবম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)

দশম- খেলনা বাড়ি (৬.২)

You may also like