মহানগর ডেস্ক: সৌন্দর্য প্রতিযোগিতায় (Beauty Peasant Controversy) জিতলে কানাডায় বসবাসকারী অনাবাসীর (NRI In Canada) সঙ্গে বিয়ে করার সুযোগ মিলবে। এহেন প্রতিযোগিতার পুরস্কারের ঘোষণা সম্বলিত পোস্টার (Posters In Vatinda) ভাতিন্ডার দেওয়ালে দেওয়ালে সাঁটার পরেই ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ধেয়ে আসে নিন্দার ঝড়। এরপরই এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ (Police Arrested Two) ।
পোস্টারে লেখা হয়েছিল স্থানীয় একটি হোটেল আগামী তেইশে অক্টোবর সুন্দরী মহিলা প্রতিযোগিতা হবে। যিনি বিজয়িনী হবে, তাঁকে কানাডায় বসবাসকারী অনাবাসীর সঙ্গে বিয়ে করার সুযোগ দেওয়া হবে। পুলিশ জানিয়েছে ওই বিতর্কিত পোস্টারের ঘটনায় ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অব উইমেন আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন পঞ্জাবের মহিলাদের সামাজিক নিরাপত্তা ও শিশু উন্নয়নমন্ত্রী বলজিত কাউর।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন ভাতিন্ডায় সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়িনী হলে বিশেষ একটি সম্প্রদায়ের মেয়েকে বিয়ের জন্য পছন্দ করা নিয়ে যে পোস্টার লাগানো হয়েছে,তা সত্যিই নিন্দনীয়। তিনি তাঁর দফতরের পরিচালককে এ নিয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছেন। ওই ঘটনায় যারা দোষী তাদের কড়া শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি তিনি জানতে পেরেছেন। মন্ত্রী জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদে শহরে সচেতনতা প্রচার চালানো হবে। তাঁর মতে, পঞ্জাবিদের বিদেশে স্থায়ীভাবে বসবাস করার মনোভাব থেকেই এই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এই আজব সৌন্দর্য প্রতিযোগিতা ঘিরে গোটা ভাতিন্ডায় জোর আলোড়ন সৃষ্টি হয়েছে।