Home Featured Sanjay Raut: ‘অর্থের মোহ থেকে সাবধান’, নাম না করে বিদ্রোহীদের নিশানা রাউতের

Sanjay Raut: ‘অর্থের মোহ থেকে সাবধান’, নাম না করে বিদ্রোহীদের নিশানা রাউতের

by Anamika Nandi
Sanjay Raut: 'অর্থের মোহ থেকে সাবধান', নাম না করে বিদ্রোহীদের নিশানা রাউতের

মহানগর ডেস্ক: শনিবার একনাথ শিন্ডে সহ বিদ্রোহী বিধায়কদের দিকে তোপ দেগেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। বিগত কয়েকদিনে মহারাষ্ট্রের রাজনৈতিক (Maharashtra Government) পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। এর মাঝে টুইটারে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন রাউত। লেখক রুডিয়ার্ড কিপলিংয়ের উদ্ধৃতির একটি ছবি শেয়ার করে নিশানা করেছেন বিদ্রোহী বিধায়কদের। যাতে লেখা, “অর্থ, পদ বা গৌরবের জন্য অতিশয় উদ্বিগ্ন হওয়া থেকে সাবধান থাকুন। একদিন আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে, এই জিনিসগুলির কোনওটিরই পরোয়া করেন না। তখন আপনি জানতে পারবেন আপনি কতটা দরিদ্র”।

একনাথ শিন্ডের নেতৃত্বে ৩৮ জন বিধায়ক গুয়াহাটির একটি হোটেলে ঘাঁটি গেড়েছে। লড়াইয়ের মেজাজে রয়েছেন শিবসেনা সভাপতি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অন্যদিকে যে কোনও সময়ে ক্ষমতা হারিয়ে ফেলতে পারে এনসিপি ও হাত শিবির। দুপুর ১ টায় একটি কার্যনির্বাহী বৈঠকে সভাপতিত্ব করবেন সেনা প্রধান। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দলত্যাগকারীদের ‘পিঠে ছুরিকাঘাতকারী’ হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন:  বড় প্রাপ্তি যাদবপুরের, পড়ুয়া পেল প্রায় ২ কোটি টাকার চাকরি

নিজের দ্বিতীয় ভাষণে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ হেনে বলেছেন, শিবসেনাকে শেষ করার চেষ্টা করছে গেরুয়া শিবির। তাঁর বক্তব্য, ‘মোদি নেতৃত্বাধীন সরকার হিন্দুত্বের মালিক হতে চায়। আমরা বালা সাহেবের অধীনে হিন্দুত্বের ভিত্তি স্থাপন করেছি। আর তারা এর সুফল ভোগ করছে’।

এদিকে সঞ্জয় রাউত বলেছেন, সরকার মহারাষ্ট্র বিধানসভা ফ্লোর টেস্টে জিতবে। তাঁর বক্তব্য, ‘আমরা হাল ছাড়ব না। যদি এই যুদ্ধ রাস্তায় লড়া যায়, তবে সেখানেও আমরা জিতব। যারা চলে গেছে তাদের আমরা সুযোগ দিয়েছিলাম। কিন্তু এখন দেরি হয়ে গেছে’। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, “এমভিএ সরকার বাকি আড়াই বছর শেষ করবে”।

You may also like