মহানগর ডেস্ক : কোথাও ভাইফোঁটা কোথাও ভাই দুজ গোটা ভারত জুড়ে চলছে বোন এবং ভাইদের এক বিশাল মহোৎসব। বোন যেমন ভাইয়ের মঙ্গল কামনায় কপালে দিচ্ছে চন্দনের ফোটা। ঠিক তেমনই ভাইয়েরা প্রতিজ্ঞা করছে বোনেদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার। এক জায়গায় এক এক রকম নাম হলেও লক্ষ্য আসলে এক। আর এই উৎসবে পা মেলালেন বলিউড তারকারাও। ভাইয়ের কপালে এঁকে দিলেন মঙ্গল চিহ্ন।
সকাল থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যাচেলার সকাল সকাল তার ভক্তদের উদ্দেশ্যে ভাই দুজের শুভেচ্ছা জানিয়েছেন। আবার অন্যদিকে কুনাল খেমু তার বোনের জন্য বেঁধেছেন এক মিষ্টি গান। বিগ-বির বাড়িতেও সাজ সাজ রব। শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চনে ছবিতে ধরা পড়েছে ভাই খুনসুটি। যা ফ্রেমবন্দি করেছেন অমিতাভ বচ্চন।
Happy bhai dooj.. pic.twitter.com/Kp08weG7tb
— Salman Khan (@BeingSalmanKhan) October 26, 2022
অন্যদিকে নব্য নভেলি ভাইয়ের মঙ্গল কামনায় এঁকে দিয়েছে টিকা। নবাব পরিবারের ভাইদুজ পালন করলেন সোহা এবং সইফ। অন্যদিকে নীনা গুপ্তা অল রওনা দিয়েছেন ভাইয়ের বাড়িতে। যাবার পথে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন ভাইফোঁটার। এই যাবতীয় ছবি সোশ্যাল মাধ্যমে আসতে ভিড় জমিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ তাদের ঘুরিয়ে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ ভাই বোনের খুনসুটির ছবি দেখেই গলে গিয়েছেন।