Home Featured BHARAT JODO YATRA : ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে পা মেলালেন মুনমুন কন্যা রিয়া

BHARAT JODO YATRA : ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে পা মেলালেন মুনমুন কন্যা রিয়া

by Arpita Sardar
rahul gandhi, bharat jodo yatra, riya sen, munmun sen, congress, tmc

মহানগর ডেস্কঃ কংগ্রেস ভারত জোড়ো যাত্রা ফের চর্চায়। এবার ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে পা মেলালেন সুচিত্রা নাতনি, মুনমুন সেনের কন্যা অভিনেত্রী রিয়া সেন। আর তারপরেই কংগ্রেসের রাজনীতিতে বলিউডের যোগদান করা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের আকোলা জেলায় ছিল ভারত জোড়ো যাত্রার ৭১ তম দিন। আর সেই দিনেই এই যাত্রার সঙ্গে যুক্ত হন অভিনেত্রী রিয়া সেন। এদিন রাহুল গান্ধির পাশে পাশেই হাঁটতে দেখা যায় রিয়াকে। তাঁদের একসঙ্গে কথা বলতেও দেখা যায়। আর সেই ছবিই ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

ভারত জোড়ো যাত্রায় রিয়ার যোগদান করা নিয়ে উঠছে নানান প্রশ্ন। রিয়া সেনের মা মুনুমুন সেন প্রাক্তন তৃণমূল সাংসদ। যদিও গত লোকসভা নির্বাচনে তৎকালীন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে তিনি পরাজিত হন। এর আগে মায়ের সঙ্গে তাঁকে প্রচারেও থাকতে দেখা গেছে বিভিন্ন সময়ে। মা তৃণমূলে থাকলেও মেয়ে কি তাহলে কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছেন? প্রত্যক্ষভাবে আসতে চাইছেন রাজনীতিতে? এই নিয়েই দেশের রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

এই বিষয় নিয়ে অভিনেত্রী রিয়া সেন বলতে চাননি কিছুই। তবে রিয়া সেনের ঘনিষ্ঠমহল সূত্রের দাবি, কংগ্রেসের সঙ্গে ব্যক্তিগত চেনা পরিচিতি থাকার কারণেই পদযাত্রায় তিনি অংশ নিয়েছেন। রাজনীতিকে তিনি আগামী দিনে কেরিয়ার করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রিয়া সেন এদিন জানান, তিনি এই যাত্রায় অংশগ্রহণ করতে পেরে একজন নাগরিক হিসেবে নিজেকে গর্বিত বলেই মনে করছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই যাত্রা আসলে ঐক্যের পথকেই সুগম করেছে।

You may also like