মহানগর ডেস্ক: কালীপুজোর মরসুমে উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara)। যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। গুলি চালাতে চালাতে এলাকা ছেড়ে চম্পট দেয় তাঁরা। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। তবে গোটা এলাকায় নেমে এসেছে আতঙ্ক। ঘটনায় গুরুতর আহত যুব তৃণমূল নেতা। তাঁকে ভর্তি করানো হয়েছে এক বেসরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, রবিবার রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় ঘটনাটি ঘটে। এলাকার এক কালীপুজোর মণ্ডপে বসে আড্ডা দিচ্ছিলেন যুব তৃণমূল নেতা রাজ। এমন সময় আচমকাই ৩টি মোটরবাইক মণ্ডপের সামনে এসে দাঁড়ায়। তাঁরা কারা তা চেনার আগেই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। গুলি চালাতে চালাতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় তাঁরা।
ভাটপাড়া পুলিশ সূত্রে খবর, তিনসুতিয়া লাইন এলাকায় মোট ৬ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ অফিসাররা। ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি রাজনৈতিক কারণে রাজের প্রতি হিংসা থেকেই এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। পুলিশের অনুমান, খুব দ্রুতই ধরা পড়বে দোষীরা।
এলাকার ওই মণ্ডপের কাছে একটি বাড়ির দেওয়ালে এখনও গুলির দাগ স্পষ্ট। স্থানীয়দের কথায়, ‘রাত ১টা নাগাদ গুলি চলে। ৩টি মোটর বাইক এসে থামে বাড়ির সামনে। ২টি বাইক মণ্ডপের সামনে দাঁড়ায়। একটি বাইক কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল। তার পরেই গুলি চালাতে চালাতেই তাঁরা পালিয়ে যায়।’