Home Entertainment Bhediya : তিনদিন পর কেমন কাঁপাচ্ছে কৃতি-বরুনের ভেরিয়া? কী বলছে বক্স অফিস রিপোর্ট?

Bhediya : তিনদিন পর কেমন কাঁপাচ্ছে কৃতি-বরুনের ভেরিয়া? কী বলছে বক্স অফিস রিপোর্ট?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : শুক্রবার ২৫ নভেম্বর মুক্তি পেয়েছে কৃতি সানন এবং বরুণ ধাওয়ান অভিনীত ভেরিয়া। তবে মুক্তির আগে থেকেই এই ক্রিয়েচার কমেডি ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে একটা আলাদাই উন্মাদনা দেখা গিয়েছে। তবে প্রথম দিনে এই ছবি ভালোভাবে খাতা খুলতে পারেনি। বদলাতে শুরু করে উইকেন্ড আসতে।

বক্স অফিস রিপোর্ট বলছে শুরুর দিন থেকে এই ছবি ধীরে ব্যাটিং শুরু করলেও শনি এবং রবিবার চোখে পড়ার মতো ব্যবসা করেছে। প্রায় ২৭ কোটি টাকা ইতিমধ্যে ভাঁড়ারে পুরেছে ভেরিয়া। যদিও সংখ্যাটা মুক্তি পাওয়া ছবি দৃশ্যম ২ থেকে বেশ কম। বিশেষ করে রবিবার প্রায় ৫০ শতাংশ বেশি টিকিট বিক্রি হয়েছে ভেরিয়া ছবির ক্ষেত্রে।

প্রসঙ্গত ছবির ধারণা এসেছে বিখ্যাত অরুণাচলের গল্পকারের লেখনি থেকে। কীভাবে একজন সাধারণ মানুষ হঠাৎ করে নেকড়েতে পরিণত হয়ে যায়। তবে দিনের আলোতে সে থাকে স্বাভাবিক। ধীরে ধীরে এই কথা সবার মাঝে ছড়িয়ে পড়ে। কী ভাবে সে এই দুরারোগ্য থেকে মুক্তি পায় এবং পুনরায় সাধারণ মানুষ হয়ে ওঠে তার গল্পই ভেরিয়া।

You may also like