Home Entertainment Bhediya Poster : বরুণের রূপ দেখে চমকে গেলেন সবাই, সঙ্কটে কৃতি, প্রকাশ্যে ভেরিয়ার পোস্টার

Bhediya Poster : বরুণের রূপ দেখে চমকে গেলেন সবাই, সঙ্কটে কৃতি, প্রকাশ্যে ভেরিয়ার পোস্টার

by Oindrila Chakraborty
Bhediya Poster : বরুণের রূপ দেখে চমকে গেলেন সবাই, সঙ্কটে কৃতি, প্রকাশ্যে ভেরিয়ার পোস্টার

মহানগর ডেস্ক : প্রতীক্ষার পর অবশেষে জল্পনার অবসান। সামনে এল বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ভেরিয়া ছবির পোস্টার। তবে ইতিমধ্যে ছবির পোস্টার ঘুম কেড়েছে সোশ্যাল নাগরিকদের। চিরচেনা চকলেট বয় বরুণ যেন আগুনের মত তেজী। যার ভয়ে চমকে ছেন অনেকে। এ যেন অন্য কোন বরুন।

অভিনেতা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নতুন ছবির পোস্টার। যেখানে দেখা যাচ্ছে কালু টি-শার্ট এবং জ্যাকেট পড়ে মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন বরুণ ।চোখ দুটো যেন অবিকল নেকড়ের মতো। পাশে ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। এছাড়া পোস্টারে রয়েছেন দীপক ডব্রিয়াল এবং অভিষেক ব্যানার্জি। পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন,’ এবার জঙ্গলে হবে কান্ড।

তবে নতুন ছবি ছাড়াও বরুণের হাতে রয়েছে এক্কিস এবং সাজিদ নাদিওয়ালা পরিচালিত শান্কি। এমনকি ইন্টারন্যাশনাল সিরিজ সিটাডেলেও দেখা যাবে তাকে। অন্যদিকে কৃতি ব্যস্ত তার পরবর্তী ছবি আদিপুরুষ নিয়ে। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।

You may also like