Home National Amit Shah: ‘হিন্দিতে ডাক্তারি পড়াবে ভোপাল সরকার’, বই প্রকাশ করলেন অমিত শাহ

Amit Shah: ‘হিন্দিতে ডাক্তারি পড়াবে ভোপাল সরকার’, বই প্রকাশ করলেন অমিত শাহ

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: নতুন ইতিহাস গড়ল ভোপাল (Bhopal) সরকার। চিকিৎসা বিজ্ঞান পড়ার জন্য এবার ইংরেজি শুধু নয়, হিন্দিতেও ডাক্তারি পড়তে পারবেন পড়ুয়ারা। তার জন্য মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের (Medical) প্রথম বর্ষের বই প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

মধ্যপ্রদেশের বিজেপি শাসিত শিবরাজ সিং চৌহানের সরকার গড়ল নতুন ইতিহাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারংবারই পড়াশোনার ক্ষেত্রে আঞ্চলিক ভাষার উপর জোর দেওয়ার কথা বলে থাকেন। আর মোদির সেই স্বপ্নকেই বাস্তবায়িত করে চিকিৎসারক্ষেত্রে এবার অভাবনীয় সুযোগ পড়ুয়াদের সামনে এনে দিলেন মধ্যপ্রদেশ সরকার।

এদিন হিন্দিতে লেখা চিকিৎসা বিজ্ঞানের বই প্রকাশের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আজ দেশের শিক্ষাক্ষেত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামী দিনে যখনই ইতিহাস লেখা হবে, আজকের দিনটি স্বর্ণাক্ষরে খোদিত হয়ে থাকবে। বিজেপির শিবরাজ সিং চৌহান দেশের প্রথম বার হিন্দিতে ডাক্তারি পড়ানো শুরু করার উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আসলে প্রধানমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়েছেন। জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি মাতৃভাষায় শিক্ষাকে বিশেষ জোর দিয়েছেন। এটি একেবারেই একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’

অনুষ্ঠানের মঞ্চ থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দরিদ্রদের সন্তানদের জন্য নতুন এক ভোরের সূচনা করলেন। অনেকেই মেডিক্যাল কলেজগুলিতে ভরতি হতেন। কিন্তু ইংরাজিতে পক্ত না হওয়ায় পরীক্ষায় পাশ করতে পারতেন না। যার ফলে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হতেন। এবার হিন্দিতেই চিকিৎসা বিজ্ঞানের পথ প্রশস্থ হওয়ায় শিক্ষাক্ষেত্রে আসতে চলেছে বিরাট পরিবর্তন।’

You may also like