Highlights |
|
|
|
মহানগর ওয়েবডেস্ক: নতুন বছরে আমরা প্রত্যেকেই কত রেজুলেশন নিয়ে থাকি কিন্তু তা পূরণ আদৌও কি হয়? পুরনো অভ্যাসকে ত্যাগ করে নতুন জিনিসের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া যে খুব একটা সহজ নয় তা সবারই জানা থাকে। তবে নতুন বছরের শুরুতেই শপথ নিলেন বলি অভিনেত্রী ভূমি পেডনেকর। শপথ নেওয়ার পরই কাজ শুরু করলেন ভূমি। তাঁকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে পথে নামলেন।
নতুন বছরের রেজুলেশন সফল হল অভিনেত্রীর। পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণের জন্য তাঁর প্যান ইন্ডিয়ার প্রচার শুরু করে ভার্সোয়ায় বিশ্বের বৃহত্তম বিচ পরিষ্কারের কাজে লেগে পড়েছেন ভূমি পেডনেকর।এই কাজের জন্য তিনি জলবায়ু কর্মী আফরোজ শাহের সঙ্গে হাত মেলান। মুম্বইয়ের বিচে আবর্জনা সাফ করছেন তিনি। এমন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তিনি একটি ভিডিয়ো শেয়রা করেছেন।যেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি কথা বলেছেন।
ভূমি লেখেন, ‘পরিবর্তনের দরকার আছে এবং তা আজ থেকেই করতে হবে। আপনারা সবাই আমার সঙ্গে তা শুরু করুন। ধন্যবাদ জানাই সেইসব মানুষদের যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমার পাশে এসে দাঁড়িয়েছেন। জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২০-তেই এটাই হোক আমাদের রেজুলেশন।’
It’s our mess to clean ? #happynewyear
India generates 25940 tonnes of plastic waste everyday, of 10376 tonnes is uncollected plastic ??♀️
Start segregating your garbage at home. Make sure you recycle plastic. pic.twitter.com/sNXNALZVUs— bhumi pednekar (@bhumipednekar) January 4, 2020
পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন, ‘ আমাদের নিজেদের আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে। বাড়িতে আপনার যা আবর্জনা আছে তা আলাদা করতে শুরু করুন। এবং প্লাস্টিকের পুনব্যবহার নিশ্চিত করুন।’
We have to co exist with nature #circulareconomy #climatechange #plasticpollution #garbagesegregation pic.twitter.com/YRFxLpuTxv
— bhumi pednekar (@bhumipednekar) January 4, 2020