মহানগর ডেস্ক : সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সলমান খান। যে কারণে আপাতত রুপোলি পর্দা থেকে বিদায় নিয়েছেন তিনি। গত ২২ অক্টোবর তারিখে তার ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে। যে কারণে সনি টিভি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এখন আপাতত বিগবসে হোস্ট হিসেবে দেখা যাবেনা সলমান খানকে। তবে তার মানে এই নয় যে শো সঞ্চালকবিহীন থাকবে। বরং সলমানের অনুপস্থিতিতে এই শো ততদিন হোস্ট করবেন করণ জোহর। যিনি ইতিমধ্যে ওটিটি মাধ্যমে বিগ বস সঞ্চালনা করেছেন। আর তাতেই বেজায় চটেছেন নেটিজেনরা এবং শো প্রেমীরা।
যদিও প্রথমেই এই নিয়ে কোনো মন্তব্য করেননি কেউই। তবে গতকালের এপিসোড দেখার পর থেকে করণকে নিয়ে বেধেছে গোল। গতকালের এপিসোড দেখা গিয়েছে প্রিয়াঙ্কা এবং সৌন্দর্য দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে। তবে কথা কাটাকাটি হতে হতে পরে তা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যায়। শুরু হয় অশ্লীল ভাষায় গালিগালাজ। অন্যদিকে শিব ঠাকরে এবং শালিন ভানতের মধ্যেও হাতাহাতি হয়। প্রকাশ্যে প্রতিযোগীদের মধ্যে এমন ঝামেলার কারণ করণ। তিনি প্রধান হওয়ার পুরো ক্ষমতা কাজে লাগিয়ে প্রতিযোগীদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছেন। এমনটাই দাবি নেটিজেনদের।
শুধু সলমান খানের দ্রুত আরোগ্য কামনা করে তার ফিরে আসার পথ চেয়ে বসে রয়েছেন। একজন লিখেছেন,’ যেভাবে অকথ্য ভাষায় দুজনে কথা বলছিল, এবং তাদের ব্যবহার, সলমান খান থাকলে কখনো এমন দেখা যেত না। করণের নিজের ভুল বোঝা উচিত’। আবার অন্য একজন লিখেছেন,’ আমি জানিনা আমার সাথে কে সহমত হবে তবে এটুকু জানি করণ জোহর এই শোর জন্য একটা বড় ভুল’। এমনকি কেউ কেউ করণ জোহরকে পক্ষপাতী বলেও দাগিয়ে দিয়েছেন।