Home Featured Bilkis Bano Gang Rape Case : কেন্দ্রের অনুমোদনেই বিলকিস বানো গণধর্ষণ ও খুনের আসামিদের মুক্তি দেওয়া হয়েছে, শীর্ষ আদালতে জানাল গুজরাত সরকার

Bilkis Bano Gang Rape Case : কেন্দ্রের অনুমোদনেই বিলকিস বানো গণধর্ষণ ও খুনের আসামিদের মুক্তি দেওয়া হয়েছে, শীর্ষ আদালতে জানাল গুজরাত সরকার

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনেই বিলকিস বানো গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের (Bilkis Bano Gang Rape Case) খুনে সাজাপ্রাপ্তদের মেয়াদের অনেক আগেই মুক্তি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) এ কথা জানাল গুজরাত সরকার (Gujarat Government) । স্বাধীনতার পঁচাত্তরতম বর্যপূর্তিতে রাজ্য সরকারের বাতিল রেমিশন নীতি অনুসরণে তাদের মুক্তি দেওয়া হয়। তবে এক্ষেত্রে কেন্দ্রের অনুমতির প্রয়োজন থাকলেও সেই অনুমতি গুজরাত সরকার নিয়েছিল কিনা, সে বিষয়ে খোলশা করে কিছু জানায়নি। এ নিয়ে ধোঁয়াশাই রাখা হয়েছে।

বিলকিস বানো গণধর্ষণ ও তার পরিবারের সদস্যদের খুনে সাজাপ্রাপ্তদের মেয়াদের আগে মুক্তি দেওয়া নিয়ে দেশ জুড়ে প্রবল রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে মুক্তি নিয়ে প্রশ্ন ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিয়েছিল কিনা। যদিও বর্তমান আইনে ধর্ষণ ও খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে মুক্তি দেওয়া নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। প্রসঙ্গত,গুজরাতের ১৯৯২ সালের বিশেষ ছাড় নীতিতে এই বিষয়টি ছিল না। এবাং তার ভিত্তিতে একটি অ্যাডভাইসারি কমিটি সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছিল। শীর্ষ আদালতে গুজরাত সরকার একটি হলফনামা পেশ করে জানায় এ বছরের বাইশে জুলাইয়ে একটি চিঠি লিখে সাজাপ্রাপ্তদের মুক্তির অনুমতি দিয়েছিল।

আদালতে সাজাপ্রাপ্তদের মেয়াদের আগে মুক্তি দেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে সিপিএমের পলিটব্যুরো সদস্য সুভাষিনী আলি, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ও আরও এক ব্যক্তির আবেদনের শুনানিতে গুজরাত সরকার তাদের এই বক্তব্য জানায়। এক আবেদনকারীর তরফে আইনজীবী জানান, গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই, সুতরাং কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনওরকম পরামর্শ না করে গুজরাত সরকারের এই বিশেষ ছাড় কোনও মতেই আইন মোতাবেক অনুমতিযোগ্য নয়। এই প্রেক্ষিতে শীর্ষ আদালত গুজরাত সরকারকে বিলকিস বানো গণধর্ষণ মামলার সমস্ত পুংখানুপুঙ্খ নথি ও মুক্তির কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

You may also like