মহানগর ডেস্ক : ১২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বঙ্গ তনয়া বিপাশা বাসু। সেই খবর নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মাধ্যমে। অবশেষে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন করণ সিং গ্রোভার এবং বিপাশা বাসু। তার আগে ধরা পড়লেন ছবি শিকারীদের ক্যামেরায়। সেখানে নিজের অ্যাপার্টমেন্টের বাইরে পোজ দিলেন তিনি। পোজ দিলেন করণও।
কালো লং ড্রেসে ধরা পড়েছেন বিপাশা। অন্যদিকে করণের হাতে ছিল তাদের সদ্যজাত মেয়ে। গোলাপি তোয়ালেতে মোড়া ছিল সে। তাদের মেয়ে দেবীকে হাতে নিয়ে পোজ দিলেন করণ। যদিও ছবি তোলার সময় মায়ের হাতেই তুলে দেয় মেয়েকে।
ছ’বছর সুখী বিবাহিত জীবনের পর অবশেষে সন্তান ধরনের সিদ্ধান্ত নেন দুজনে। নিজের ফলোয়ারদের আগেই জানিয়ে ছিলেন সেই খবর। তারপর থেকে হবু বাবা-মায়ের মত তাদের অনুরাগীরাও। অবশেষে ১২ নভেম্বর সেই দিনটা এসেই গেল। নিজের মেয়ের দু পায়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন,’ আশীর্বাদ ধন্য’।
বেশ কয়েকবছর রূপরি পর্দা থেকে বিরতি নিয়েছেন করণ এবং বিপাশা দুজনেই। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই দুজনে ফিরতে চলেছেন একসঙ্গে। ২০১৫ সালের ভুষণ প্যাটেলের অ্যালন ছবিতে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এরপর ২০১৬ সালের এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েন বিপাশা এবং করণ।