মহানগর ডেস্ক: গত ১২ নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বঙ্গ তনয়া বিপাশা বসু। তারপর থেকে টিনসেল টাউনের হট টপিক বিপাশা-করনের নবজাতক। যদিও ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। বাড়ি ফেরার পথে নিজের মেয়েকে নিয়ে দাঁড়িয়ে পোজ দিয়েছেন পাপ্পারাজীদের। এবার সামনে আনলেন মেয়েকে। তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
নিজের ইনস্টাগ্রাম থেকে বিপাশা এবং করন একটি ছবি শেয়ার করেছেন যেখানে বাবা-মা দুজনে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মেয়ে দেবীর দিকে। দুজনের হাত সযত্নে আগলে রেখেছে ছোট্ট প্রাণটাকে। তবে মেয়েকে সামনে আনলেও মেয়ের মুখ এখনই প্রকাশ করেননি তিনি। আর বাকি পাঁচজন সেলিব্রিটির মতোই মেয়ের নিরাপত্তা সুরক্ষিত করতে আপাতত ক্যামেরা থেকে দূরেই রেখেছেন তাকে। ছবি শেয়ার করে যদিও বিপাশা লিখেছেন,’ আমাদের রেসিপি একটা সুন্দর পরীর মত মেয়েকে তৈরি করার জন্য। হাফ কাপ তুমি, হাফ কাপ আমি, হাফ কাপ মায়ের ভালোবাসা এবং স্নেহ, এবং অনেকটা ম্যাজিক আর ভালোবাসা। সেই সঙ্গে তিন ফোঁটা রামধনুর রং, ধুলো ময়লা এবং ইউনিকর্নের ছোঁয়া। শেষ হলো কিউটনেস এবং ইয়ামিনেস দিয়ে’।
দীর্ঘ ছয় বছরের সুখের সংসারে অবশেষে নিজেদের কন্যাকে পৃথিবীতে আনলেন তারা। হরর ছবি অ্যালোন সিনেমাতে অভিনয় করতে গিয়ে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান তারা। তারপর বেশ কয়েক বছর লাইমলাইট থেকে দূরে রয়েছেন তারা। পছন্দ করেন একান্ত সময় কাটাতে। অবশেষে এই সুখের মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তবে লাইন লাইট থেকে দূরে থাকলেও সোশ্যাল মাধ্যমে দুজনেই বেশ একটিভ করণ এবং বিপাশা।