মহানগর ডেস্ক: বীরভূমে (Birbhum) বিজেপির অন্দরে সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। এবার সেখানকার দুবরাজপুরের শহর সভাপতি ফেসবুক পোস্ট করে পদ ছাড়ার ঘোষণা করলেন। যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি সে জেলায় নানা ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তির মুখে পড়তে হচ্ছে বিজেপি (BJP) নেতৃত্বকে। এহেন পরিস্থিতিতে এই পদত্যাগকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিগত কয়েক দিন ধরেই সমস্যা দেখা দিয়েছে বীরভূম জেলা বিজেপি নেতৃত্বে। সম্প্রতি সেখানকার প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মন্ডল একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, যারা তাঁকে ভালবাসেন তাঁরা যেন রাজনীতি থেকে চুপ করে যায়। এরপরই বিতর্ক শুরু হয়। এবার দুবরাজপুরের সহ-সভাপতি নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর কথায়, তিনি দলকে সময় দিতে পারছেন না। তাই পদ থেকে পদত্যাগ করছেন।
আরও পড়ুন: প্রশ্নের জবাব মেলেনি, কলেজের অধ্যক্ষকে পরপর চড় বিধায়কের!
ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি লেখেন, জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই ভাল যে, তাঁকে পদ থেকে এত সহজে তিনি সরতে দিতেন না। সেই কারণে সাহায্য নিয়েছেন সোশ্যাল মিডিয়ার। ফেসবুকে লিখে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। কোনওরকম রাজনৈতিক জল্পনাকে উস্কানি না দিয়ে, সোজাসুজি নিজের পদত্যাগের কথা জানিয়েছেন করুণাময় বাবু। যদিও অপরদিকে এই ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে বাংলার শাসক দল। তাদের দাবি, বিজেপির এমনিই লোকজন নেই। বাড়িতে বসে ফেসবুক করাটাই বুদ্ধিমানের কাজ।
প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, দলের লোকজন সংগঠন কোনওটারই ঠিক নেই। সে কারণে বাড়িতে বসেই ফেসবুকে পদত্যাগ করছেন। আবার ফেসবুকেই জয়েন করবেন। তাঁর বক্তব্য, ফেসবুকে নতুন শহর সভাপতিও তৈরি হয়ে যাবে। কয়েক দিন পরে দলটি ফেসবুক ছাড়া আর কোথাও থাকবে না।