Home Featured Yogi Adityanath: যোগীর হেলিকপ্টারে পাখির ধাক্কা, তড়িঘড়ি অবতরণ

Yogi Adityanath: যোগীর হেলিকপ্টারে পাখির ধাক্কা, তড়িঘড়ি অবতরণ

by Anamika Nandi
Yogi Adityanath: যোগীর হেলিকপ্টারে পাখির ধাক্কা, তড়িঘড়ি অবতরণ

মহানগর ডেস্ক: কপাল জোরে বেঁচে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath)। তাঁর হেলিকপ্টার বারাণসী (Baranashi) থেকে উড়ানের পরই খেয়েছে পাখির ধাক্কা। তড়িঘড়ি জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাণসীতে।

শনিবার একাধিক প্রকল্পের কাজ পরিদর্শনের পর বারাণসীতে রাত্রিবাস করেছেন যোগী আদিত্যনাথ। সূত্র অনুযায়ী, সরকারি কাজে বারাণসী এসেছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, রবিবার তাঁর পুলিশ লাইন থেকে হেলিকপ্টারে চেপে লখনউ ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু হেলিকপ্টার উড়ানের পরেই ঘটে বিপত্তি। টেক অফ করার পরই পাখি ধাক্কা মারে তাতে। তড়িঘড়ি কপ্টার অবতরণ করান পাইলট। এরপর সড়কপথে এলএসবিআই বিমানবন্দরে পৌঁছান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিধানসভায় PAC’র চেয়ারম্যান পদের মেয়াদ বাড়ল মুকুল রায়ের

প্রসঙ্গে বারাণসীর জেলা শাসক কৌশলরাজ শর্মা বলেছেন, পাখির ধাক্কার জেরে কপ্টারের জরুরি অবতরণ করান হয়েছে। অবশেষে আকাশপথে নয় সড়কপথে বিমানবন্দরে গিয়েছেন যোগী। তবে তার আগে কিছুক্ষণ বারাণসী সার্কিট হাউসে ছিলেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি পাটনায় স্পাইস জেট বিমানের জরুরি অবতরণ করান হয়েছিল। পাখির সঙ্গে দিল্লিগামী ওই বিমানের ধাক্কা লাগলে, তাতে আগুন ধরে যায়। এরপর বিমানটি পাটনা বিমানবন্দরে অবতরণ করে। যেখানে ১৮৫ জন যাত্রী ছিলেন। এদিন আদিত্যনাথের হেলিকপ্টারে পাখি ধাক্কা মারলে, কোনওরকম ঝুঁকি নেননি পাইলট।

You may also like