মহানগর ডেস্ক: বিরিয়ানির মশলা নাকি পুরুষত্ব (Reduce Vilirity) কমিয়ে দেয়। এই যুক্তিতে কোচবিহারে দুটি বিরিয়ানির দোকান (Two Biryani Shops Are Closed) বন্ধ করে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তনমন্ত্রী ও পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। প্রাক্তনমন্ত্রী তথা তৃণমূল নেতা জানান, বেশ কিছুদিন ধরেই বহু মানুষ অভিযোগ করছিলেন যে জিনিস এবং মশলা বিরিয়ানিতে দেওয়া হয়, তা পুরুষত্ব নষ্ট করে দেয়। ফলে ওই দুটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাক্তনমন্ত্রী জানান, খদ্দেররা জানেন না কী মশলা ও উপকরণ দেওয়া হয়। প্রাক্তনমন্ত্রী এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান আরও অভিযোগ, ওই বিরিয়ানির দোকান যারা চালাচ্ছে, তারা বিহার ও উত্তরপ্রদেশের লোক।
দোকান দুটির লাইসেন্সও নেই। অভিযোগ পাওয়ার পর শনিবার হাউসের মোড়ে বিরিয়ানির ওই দুটি দোকানে যান প্রাক্তনমন্ত্রী। যদিও দোকান বন্ধ করতে এলে কয়েকজন মহিলা তাঁদের বাধা দেয়। খোঁজ করতে এসে জানতে পারেন দুটি দোকান সম্পূর্ণ বেআইনিভাবে চলছিল। তিনি জানান, রোজ রাতে ওই দুটি দোকানে মদ খেয়ে গন্ডগোল হওয়ারও খবর পাওয়া যাচ্ছিল। পরিবেশও নষ্ট হচ্ছিল। তাঁরা এসে দেখতে পান দোকানের রান্না রাস্তা আটকে করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় থানাকেও জানানো হয়েছে। এ কারণে দোকান দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিরিয়ানির মশলা নিয়ে এধরণের অভিযোগ প্রথম। অনেকেরই প্রশ্ন, পুরুষত্ব নষ্ট হওয়ার প্রমাণ কী পুরসভার কাছে আছে? তাহলে কীভাবে প্রমাণ ছাড়াই ওই দুটি দোকান বন্ধ করে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।