Home Top Stories BJP: আত্মঘাতী বিষ্ণুপুরের বিজেপি নেত্রী ঝুমা গোস্বামী, কারণ নিয়ে ধন্ধে পুলিশ

BJP: আত্মঘাতী বিষ্ণুপুরের বিজেপি নেত্রী ঝুমা গোস্বামী, কারণ নিয়ে ধন্ধে পুলিশ

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: আত্মঘাতী (Suicide Case) বিজেপির (BJP) বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পর্যবেক্ষক ঝুমা গোস্বামী। বিষ্ণুপুরের নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ এই ঘটনা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে, তদন্ত শুরু করেছে। কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ছত্রবাইদ গ্রামের গৃহবধূ ঝুমা গোস্বামী বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য ছিলেন। জানা গিয়েছে, সম্প্রতি তাঁকে মহিলা মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। শনিবার ঝুমার স্বামী কাজে স্বার্থে বাড়ির বাইরে ছিলেন। দুপুরে ছেলে পড়তে গিয়েছিল। ছেলে বাড়ি ফিরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর সে চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর প্রতিবেশীদের সাহায্যে তড়িঘড়ি গলার ফাঁস খুলে নামানো হয় তাঁকে।

স্থানীয়রা সঙ্গে সঙ্গেই তাঁকে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা বলেন, “আমরা তো বুঝতে পারছি না। সংগঠনের প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করত। খুব সাহসী এবং লড়াকু মানসিকতার মেয়ে ছিল ঝুমা। সকলের সঙ্গে সৌভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রেখে চলত। কত মানুষ এসেছেন আজ ওঁকে দেখতে। সবসময় হাসিমুখে থাকা একটা মেয়ের এমন অবস্থা দেখে আমরা খুব অবাক। আসল বিষয় কী জানেন তো, রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে ভাল ব্যবহার করতেন।”

অভিনেত্রী তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ঝুমা। ঝুমার মৃত্যুতে তাঁর সঙ্গে ঝুমার একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন হুগলির সাংসদ।

You may also like