মহানগর ডেস্ক: আগামীদিনে জলসঙ্কটের হাত থেকে বাঁচার জন্য জল সংরক্ষণ নিয়ে মাথা ঘামাচ্ছে গোটা বিশ্বের মানুষ। জল সংরক্ষণে ভারতও সমান উদ্বিগ্ন। নানা রাজ্যে জলের অভাবে খেতের ফসল যাতে শুকিয়ে না যায়, সেজন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগও। এই পরিস্থিতিতে জল সংরক্ষণের আজব দাওয়াই বাতলালেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ (Bizarre Prescription By BJP MP)। গেরুয়া শিবিরের সাংসদ জনার্দন মিশ্রের আজব দাওয়াই, জল বাঁচাতে সবাই মদ খান, থিনার, সুলেসান অ্যাডেসিভের গন্ধ নিন, বা আয়োডেক্সকে কাজ লাগান (Drink Liquor, Smell Thinner)। জলের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করুন।
মধ্যপ্রদেশের রেওয়ায় রবিবার জল সংরক্ষণ নিয়ে একটি কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এমনই আজব দাওয়াই দিলেন বিজেপি সাংসদ। তাঁর আজব দাওয়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওয় সাংসদকে বলতে শোনা গিয়েছে, যদি কোনও সরকার জলের ওপর কর তুলে দিতে চায়,তাহলে তাদের বলুন আপনারা জলের ওপর কর দিতে চান, তবে বিদ্যুৎ-বিল- সহ বাকি সমস্ত জিনিসের ওপর কর মকুব করে দিন। তবে এবারই প্রথম নয়, এর আগেও আজব মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন এই সাংসদ। সম্প্রতি তাঁকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে সাংসদ খালি হাতে বাথরুমের টয়লেট পরিষ্কার করছেন। সেই ভাইরাল ভিডিও নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায়। এবার তাঁর এমন মন্তব্যেও শুরু হয়েছে আলোড়ন।