মহানগর ডেস্ক: তেতে উঠেছে গুজরাতের বিধানসভা ভোটের ময়দান (Gujarat Assembly Election)। আর তেতে ওঠা ময়দানে বিজেপি-আপের (BJP-AAP Fight) লড়াই ক্রমশ উত্তাল হওয়ার মাঝেই গেরুয়া শিবিরে বিরুদ্ধে কামান দেগে গুরুতর অভিযাগ আনলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তাঁর অভিযোগ,গুজরাতে হারবে জেনেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খুনের চক্রান্ত করেছে বিজেপি। আর এই ষড়যন্ত্রে সামিল বিজেপি নেতা মণীশ তেওয়ারি। তাঁর সন্দেহ আসন্ন গুজরাত বিধানসভা এবং দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের ভোটে হারার আশঙ্কায় মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার ছক কষেছে গেরুয়া শিবির। জানান, আপ তাদের কদর্য রাজনীতিকে মোটেই ভয় পায় না। টুইটারে এমন অভিযোগই জানিয়েছেন সিসোদিয়া।
বৃহস্পতিবার সকালে বিজেপি নেতা মনোজ তেওয়ারির টুইটের পাল্টা জবাব দিয়ে এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বিজেপি নেতা লিখেছিলেন তাঁরা কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে চিন্তিত। বিশেষ করে দুর্নীতির অভিযোগ এবং মিউনিসিপাল কর্পোরেশনের ভোটে টিকিট বিক্রির অভিযোগের প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে বলে জানান তেওয়ারি। এদিকে মণীশ সিসোদিয়ার অভিযোগের পরেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়ে দিল্লি পুলিশকে বিষয়টি দেখার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে গুজরাতে ভোটের আবহে বিজেপির বিরুদ্ধে কামান দেগে চলেছেন আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, তাঁকে একদিনের জন্য সিবিআই তাদের হেফাজতে নিক, তাহলে বিজেপির নেতা-মন্ত্রীরা সবাই জেলে যাবেন। সবমিলিয়ে গুজরাতের হাইভোল্টেজ বিধানসভা ভোট ও দিল্লির মিউনিপাল কর্পোরেশন ভোট ঘিরে বিজেপি-আপের আক্রমণ-পাল্টা আক্রমণ ক্রমশ মারমুখি হয়ে উঠতে চলেছে।