Home Uncategorized Bharat Jodo Yatra : রাহুলের পদযাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, বিজেপির অভিযোগ উড়িয়ে দিল কংগ্রেস

Bharat Jodo Yatra : রাহুলের পদযাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, বিজেপির অভিযোগ উড়িয়ে দিল কংগ্রেস

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পাকিস্তান জিন্দাবাদ স্লোগান (Pakistan Zindabad Slogan) ? মধ্যপ্রদেশে পদযাত্রীর তৃতীয় দিনে এমনই অভিযোগ সামনে আনল বিজেপি। টুইটারে এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি প্রশ্ন তোলেন এই যাত্রা কি ভারতকে ঐক্যবদ্ধ করার যাত্রা না দেশকে টুকরো করার যাত্রা? এর আগে তারা ভারতকে টুকরো করেছিল। এবার কী তার পুনরাবৃত্তি করার পরিকল্পনা নিয়েছে। এ ধরণের স্লোগান না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে চৌহান বলেছেন, এ ধরণের স্লোগান দেওয়া হলে ছেড়ে দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেন, যাতে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ও মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতিকে পদযাত্রায় সামিল হতে দেখা গিয়েছে।

সেসময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া একটি গলার স্বর শোনা গিয়েছে। সেটি একেবারে শেষপর্যায়ে ভিডিওর একুশ নম্বর ক্লিপে শোনা যায়। মালব্য টুইট করে লিখেছেন রীতা চাড্ডার রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার পর খারগাওয়নে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছিল। ব্যাপারটা ধরা পড়ার পরই সেটা বাদ দিয়ে দেওয়া হয়। এটা কংগ্রেসের সত্যি। এদিকে বিজেপির আক্রমণের জবাবে কংগ্রেস ওই ভিডিওয় কারচুপি করা হয়েছে বলে মন্তব্য করেছে। তাদের কথায়, এটা শাসকদলের নোংরা রাজনীতির কৌশল। দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ জানান একটি কারচুপি করা ভিডিও বিজেপি নোংরা কৌশল বিভাগ থেকে পোস্ট করা হয়েছে। তারা এর পাল্টা ফল পাবে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা সফল হওয়ায় বিজেপি এ ধরণের নোংরা রাজনীতি করে চলেছে। রমেশ জানান তাঁরা শীঘ্রই আইনি ব্যবস্থা নিচ্ছেন। এ ধরণের কৌশলের ব্যাপারের জন্য তৈরি আছে কংগ্রেস। এর মূল্য চোকাতে হবে।

You may also like