Home Featured BJP Distributing Money And Wine : বিজেপি ভোটারদের টাকা,মদের বোতল দিচ্ছে, ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ প্রার্থী ডিম্পল যাদবের

BJP Distributing Money And Wine : বিজেপি ভোটারদের টাকা,মদের বোতল দিচ্ছে, ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ প্রার্থী ডিম্পল যাদবের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: মইনপুরী লোকসভা আসনে সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। সোমবার ভোটের চব্বিশ ঘণ্টা আগে টুইট করে বিজেপির বিরুদ্ধে টাকা ও মদের বোতল ( BJP Distributing Money And Wine) দিয়ে ভোট কেনার অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব (Samajbadi Candidate Dimple Jadav)। টুইট নির্বাচন কমিশনকে ট্যাগও করেছেন তিনি। হিন্দিতে টুইট করে ডিম্পল জানিয়েছেন, শয়ে শয়ে বিজেপি নেতা ও কর্মী হোটেল পামে জমায়ত হয়েছেন। তাঁরা মদের বোতল ও টাকা বিলি করছেন। বিষয়টি নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত।

সূত্রের খবর, রবিবার রাতেই সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে। বিজেপির এইসব বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ভোট শুরুর আগে ধর্নাতে বসবেন। মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শূন্য হওয়া লোকসভা আসনে ভোটের পাশাপাশি উত্তরপ্রদেশে রামপুর সদর ও খাটাউলিতেও ভোট হচ্ছে। রামপুর সদর, খাটাউলি বিধানসভা কেন্দ্র এবং মইনপুরী লোকসভা কেন্দ্রে বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টি-আরএলডি জোটের সরাসরি লড়াই হচ্ছে।

তবে ভোটে লড়ছে না কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। রামপুর সদর এবং খাটাউলিতে সমাজবাদী পার্টির বিধায়ক আজম খান ও বিজেপি বিধায়ক বিক্রম সিং সৈনির বিধায়ক পদ বাতিল হওয়ার জেরে ওই দুটি কেন্দ্রে নতুন করে ভোট হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আশা আজমগড় ও রামপুর লোকসভা কেন্দ্রে জুনে উপনির্বাচনে সমাজবাদী পার্টির দু্র্গ গুড়িয়ে দিতে সফল হবে বিজেপি। যদিও সম্প্রতি অখিলেশ ও তাঁর কাকা শিবপাল যাদবের মধ্যে দূরত্ব মিটে যাওয়ায় স্রোতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আশা করছে সমাজবাদী পার্টি।

You may also like