Home Featured Hemant Soren: ‘বিজেপি চায়না দেশে অন্য কেউ ক্ষমতায় থাকুক’, মন্তব্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

Hemant Soren: ‘বিজেপি চায়না দেশে অন্য কেউ ক্ষমতায় থাকুক’, মন্তব্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

by Anamika Nandi

মহানগর ডেস্ক: ঝাড়খণ্ডের (Jharkhand) তিনজন কংগ্রেস বিধায়ককে ৪৮ লক্ষ নগদ সহ গ্রেফতার করার পর থেকেই বিজেপির (BJP) দিকে তোপ দেগেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। মোদি নেতৃত্বাধীন বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আমাদের জোটের অংশীদার ইঙ্গিত দিয়েছে যে, কিছু একটা ঘটেছে। আমরা তাঁদের উদ্বেগের বিষয়টি লক্ষ্য করেছি। বিধানসভায় গত ৩ দিনে কংগ্রেস বিধায়কদের আচরণে পরিবর্তন এসেছে। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে সরকার ভাঙ্গা হচ্ছে না, তা কেনাবেচা চলছে”।

এদিন বিজেপিকে কটাক্ষ করতে একটি শব্দও কম বলেননি মিস্টার সোরেন। তাঁর কথায়, “কে বিধায়ক হবে, কে মুখ্যমন্ত্রী এগুলো জনগণই ঠিক করে। কিন্তু মনে হচ্ছে এখন নেতারা বিশ্বাস হারিয়েছেন। তাঁরা শুধু সম্পদে বিশ্বাস করছেন”। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘উদ্বেগের বিষয়ে যে আজ তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সন্দেহ এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে‌। আমরা প্রত্যেকটি বিষয়ে নজর রাখছি। অপেক্ষা করলেই জানা যাবে যে, যা ঘটছে তার সঙ্গে জড়িয়ে রয়েছে বিজেপি’।

তবে তাঁর এমন মনে হওয়ার পেছনে একটা যুক্তিযুক্ত কারণ রয়েছে। হেমন্ত সোরেন বলেছেন, ‘আমরা এখন সরকারে আছি। ক্ষমতা আমাদের হাতে রয়েছে। হয়তো বিজেপি সেটা চায় না। তাঁরা ক্ষমতা চায়। তাঁরা চায় না দেশে অন্য কেউ ক্ষমতায় থাকুক। আমরা সব কিছু দিয়ে সরকারকে বাঁচানোর চেষ্টা করছি। জনগণ আমাদের সঙ্গে রয়েছে। আমরা সব সময় তাঁদের স্বার্থ রক্ষা করব’। কিন্তু গেরুয়া শিবিরের আক্রমণের বিরুদ্ধে কি লড়াই করতে পারবেন তিনি? প্রশ্নে তিনি জানিয়েছেন যে, ‘আপনি কি মনে করেন আমি কার বিরুদ্ধে লড়াই করেছি এখানে পৌঁছানোর জন্য? এমন নয় যে বিজেপি তখন দুর্বল ছিল এবং তাঁরা এখন শক্তি পেয়েছে। আমরা তাঁদের সঙ্গে যুদ্ধ করে এখানে এসেছি’।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘জেএমএম-কংগ্রেস জোটকে বাঁচাতে জোট অংশীদারের সহযোগিতা প্রয়োজন। আমার দিক থেকে যেটুকুনি করা সম্ভব তা অবশ্যই করব’। এদিন সমস্ত কিছুর জন্য বিজেপিকেই দোষারোপ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তিনি কখনও গেরুয়া শিবিরকে ভয় পান না। এটা রাজনীতি, এখানে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এখানে শুধু একটা জিনিসই গুরুত্বপূর্ণ, কার কাছে জনগণের সমর্থন বেশি রয়েছে। কংগ্রেস বিধায়কদের গ্রেফতার হওয়ার প্রসঙ্গে তাঁর দাবি, ‘ঝাড়খন্ড সরকারকে পতনের জন্য ষড়যন্ত্র করেছে বিজেপি’।

You may also like