Home Featured Presidential Election: দেশে অগ্নিপথের আগুন, নির্বাচনের জন্য বিশেষ কমিটি গড়ল

Presidential Election: দেশে অগ্নিপথের আগুন, নির্বাচনের জন্য বিশেষ কমিটি গড়ল

by Anamika Nandi
Presidential Election: দেশে অগ্নিপথের আগুন, নির্বাচনের জন্য বিশেষ কমিটি গড়ল

মহানগর ডেস্ক: একদিকে অগ্নিগর্ভ দেশ। অন্যদিকে সামনেই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Polls)। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। জানা গিয়েছে আগামী সপ্তাহেই রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণা করবে গেরুয়া শিবির। ২৭ জুনের মধ্যে বিজেপির (BJP) রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন জমা পড়ে যাবে। যদিওবা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি? তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

শুক্রবার ১৪ জন সদস্যের একটি কমিটি তৈরি করেছে পদ্ম শিবির। রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার ও ব্যবস্থাপনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত। সেইসঙ্গে রয়েছেন ৬ জন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ও দলীয় পদাধিকারীরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, সংস্কৃতি মন্ত্রী কিষাণ রেড্ডি সহ সংসদীয় রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রয়েছেন কমিটিতে। জানা গিয়েছে, এই সদস্যরা বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য দেশজুড়ে প্রচার চালাবেন। পাশাপাশি বিভিন্ন রাজ্যে বিজেপির যে সমস্ত বিধায়ক ও সাংসদরা রয়েছেন, তাঁদের কাছে রাষ্ট্রপতি পদপ্রার্থীর পরিচয় তুলে ধরবেন।

আরও পড়ুন:হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছড়াচ্ছে আগুন, সোশ্যাল মিডিয়ায় জুড়ছে বিক্ষোভকারীরা

রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করবে গেরুয়া শিবির! তা নিয়ে এক ডজন নাম শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। তবে তার বাইরে অপ্রত্যাশিত কোনও নাম উঠে আসার সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি অ-বিজেপি নেতা-মন্ত্রীদের নিয়ে দিল্লিতে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেই বৈঠকে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব থেকে শরদ পাওয়ার সকলেই। আলোচনা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত নানা বিষয় নিয়ে। এদিকে আগামী সপ্তাহেই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে পদ্ম শিবির। সবমিলিয়ে উত্তেজনা তুঙ্গে।

You may also like