মহানগর ডেস্ক: ঢিলের বদলে পাটকেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi) বিরুদ্ধে গুজরাতের আপ প্রধানের কুরুচিকর মন্তব্যের পাল্টা হিসেবে তাঁর পুরনো একটি ভিডিও সামনে নিয়ে এল বিজেপি (BJP Hits Back Gujarat Aap Chief)। সেই ভিডিওয় শোনা গিয়েছে আপ প্রধান গোপাল ইটালিয়াকে একাধিক বিতর্কিত মন্তব্য ( Several Controversial Comments) করতে। বিজেপির পোস্ট করা ভিডিওয় আপ প্রধানকে বলতে শোনা যাচ্ছে সাধুরা ভণ্ড। তিনি আরও বলে চলেছেন ধর্ম মানুষকে পেছনের দিকে টেনে নিয়ে যায়। আপ নেতার এই পুরনো ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন গুজরাতের বিজেপি নেতা যগনেশ দাভে।
একইসঙ্গে আরও একটি ভিডিও-ক্লিপও তিনি শেয়ার করেছেন যাতে দেখা গিয়েছে আপ নেতা এক সাধুর পায়ের নীচে বসে আছেন। ওই নেতা মন্দির ঘুরে দেখছেন। ভাইরাল হওয়া নতুন ভিডিওয় শোনা গিয়েছে আপ প্রধান বলছেন ধর্ম মানে ব্যবসা, ক্ষমতা, গৌরব, বিলাসিতা। এবং মানুষকে পেছনে টেনে নিয়ে যায়। গেরুয়া শিবির ইটালিয়ার একাধিক বিতর্কিত মন্তব্যের ভিডিও শেয়ার করার পরই ইটালিয়া ওই মন্তব্য করেন। এর আগেও আপ প্রধানকে আক্রমণ করে একটি ভিডিও শেয়ার করেছিল, যাতে ইটালিয়া সাধু ও তাদের সংস্কৃতির নিন্দা করে বলেছিলেন সাধুরা মানুষকে লুট করেছে। বিজেপির শেয়ার করা ভিডিওয় আপপ্রধানকে বলতে শোনা গিয়েছে সবাই সাধুদের কাছে যান সমস্যা সমাধানের জন্য।
কিন্তু তাঁরা ভণ্ড। সাধুরা দেশে ও বিদেশে নানা অনুষ্ঠান করেন, কিন্তু কেউ কি পাল্টেছেন। এদিকে তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা একের পর এক ভিডিওর ব্যাপারে ইটালিয়া জানান, বিজেপি তাঁকে পুরনো ভিডিও পোস্ট করে সম্মানহানি করতে পারবে না বা তাঁকে চুপ করিয়ে রাখা হবে না। আসলে তিনি পাতিদার সম্প্রদায়ের বলে বিজেপি তাঁকে নিশানা করেছে। প্রসঙ্গত, এ সপ্তাহের প্রথম দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন আপ প্রধান। এরপরই বিজেপি তাঁর বিরুদ্ধে একের এক সমালোচনা শুরু করে। এটি তার নবতম সংযোজন।